কিশোরগঞ্জে শেখ কামালের জন্মদিনে ক্রীড়া সামগ্রী বিতরণ

কিশোরগঞ্জের শ্রেষ্ঠ যুব সংগঠন যুব উন্নয়ন পরিষদের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪ তম জন্মদিনে ৭৪টি বৃক্ষরোপন, খেলায়ারদের মধ্যে জার্সি বিতরণ ও ফুটবল খেলার আয়োজন করা হয়।
শনিবার জেলা সদরের মহিনন্দ ইউনিয়নের গোয়ালাপাড়াস্থ জেলার শ্রেষ্ঠ যুব সংগঠন যুব উন্নয়ন পরিষদ প্রাঙ্গণে বৃক্ষ রোপন ও গাছের চারা বিতরণ এবং খেলোয়ারদের মধ্যে জার্সি বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলার যুব উন্নয়ন অফিসার এ কে এম আবদুল কাদির ভূঁইয়া হিরো।
বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলার সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. সিদ্দিকুর রহমান, ইউপি সদস্য আওয়ামী লীগ নেতা মো. কামাল উদ্দিন।
কিশোরগঞ্জ যুব উন্নয়ন পরিষদের সভাপতি আমিনুল হক সাদী জানান, স্বেচ্ছাসেবী যুব বান্ধব সংগঠনটি ২০১০ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে সমাজ উন্নয়নে নানা অবদান ও যুব কল্যাণে অনন্য ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় আজকে বীরমুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪ তম জন্মদিনে ৭৪টি বৃক্ষরোপন, গ্রামীণ খেলায়ারদের মধ্যে বিনামুল্যে জার্সি বিতরণ ও ফুটবল খেলার আয়োজন করা হয়।
স্বেচ্ছাসেবী সংগঠন যুব উন্নয়ন পরিষদের সভাপতি যুব সংগঠক মো. আমিনুল হক সাদীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন আদর্শ যুব সংস্থার সভাপতি মুহিবুল হাসান, সহ সভাপতি আলম মিয়া, যুব উন্নয়ন পরিষদের সাংগঠনিক সম্পাদক শাহবিয়া আলম নাদিম, কোষাধ্যক্ষ মো. রিয়াদ হোসাইন, সদস্য মাহফুজুল হক রুবেল, মো. মাহবুব আলম প্রমুখ।
এ সময় যুব উন্নয়ন পরিষদের কার্যকরী কমিটির সদস্য ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
(ঢাকাটাইমস/০৫ আগস্ট/ ইএইচ)
সংবাদটি শেয়ার করুন
সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সারাদেশ এর সর্বশেষ

কালীগঞ্জে রোকেয়া দিবস উদযাপন

চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন

ভৈরবে উপজেলা ছাত্রদলের সভাপতি গ্রেপ্তার

পাবনা-১: ১৫ বছরে টুকুর আয় বেড়েছে ১৩ গুণ, সম্পদ ১৪৬ গুণ

চলন্ত ফেরি থেকে পড়ে নিখোঁজ: বরযাত্রী হয়ে যাওয়া হলো না বৃদ্ধ ফজলুল হকের

দাগনভূঞায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন

ব্রাহ্মণবাড়িয়ায় গৃহবধূর আত্মহত্যা

একমাত্র পানির পাম্প নষ্ট: পানিশূন্য সোনাগাজী স্বাস্থ্য কমপ্লেক্স, ভোগান্তিতে রোগীরা

নড়াইলে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ
