উদ্যোক্তা অর্থনীতিবিদ ক্লাবের ওয়েবিনারে ছাত্রকেন্দ্রিক শিক্ষা এবং উদ্যোক্তা শিক্ষার গুরুত্ব

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ০৫ আগস্ট ২০২৩, ১৮:৪৯
অ- অ+

ঢাকা স্কুল অব ইকোনমিক্সের এন্টারপারনিউরশিপ (চার বছর-অনার্স) স্নাতক প্রোগ্রাম আন্তর্জাতিক মানের এবং শিক্ষার্থীরা ইতিমধ্যেই শিল্প জোটের এক্সপোজারের কারণে অধ্যয়নের সময় চাকরি পাচ্ছে।

স্নাতক এবং স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক ওয়েবিনারে এই তথ্য জানানো হয়। ছাত্রকেন্দ্রিক শিক্ষা এবং উদ্যোক্তা শিক্ষার গুরুত্ব নিয়ে ওয়েবিনারটির আয়োজন করে ঢাকা স্কুল অব ইকোনমিকসের উদ্যোক্তা অর্থনীতিবিদ ক্লাব।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের মান উন্নয়নে শিক্ষক শিক্ষার্থী উভয়ের ভূমিকার কথা উল্লেখ করা হয়। এন্টারপ্রেনারশিপ স্নাতকোত্তর প্রোগ্রামকে অবশ্যই SWIP প্রকল্পের ২য় পর্বের অর্থায়ন করতে হবে এবং ঢাকা স্কুল অব ইকোনমিক্সে SWIP ২য় পর্বের প্রকল্পের অধীনে একটি অর্থনৈতিক ইনকিউবেটর স্থাপন করা যেতে পারে।

ওয়েবিনারে প্রধান অতিথি ছিলেন ড. মুহাম্মদ মোখলেসুর রহমান। গেস্ট অব অনার ছিলেন শ্রীলংকার প্রফেসর ড. এস. এল. রিয়াস এবং প্রফেসর ড. শবনম জাহান। বিশেষ অতিথি ছিলেন ভারত থেকে ছিলেন প্রফেসর ড. সুব্রত চট্টোপাধ্যায়। অনুষ্ঠান সভাপতিত্ব করেন অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহম্মদ মাহবুব আলী।

এছাড়াও বক্তব্য দেন ঢাকা স্কুল অব ইকোনমিকসের সহকারী অধ্যাপক রেহেনা পারভীন, সহকারী অধ্যাপক ড. সারা তাসনিম এবং প্রভাষক শামিম আহমেদ। প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

অধ্যাপক আলী বলেন, শিক্ষাকে অবশ্যই কর্মসংস্থানের দক্ষতা হতে হবে যার ওপর প্রধানমন্ত্রী জোর দিয়েছেন এবং বাংলাদেশ অ্যাক্রিডিয়েশন বোর্ড শিক্ষার্থীকেন্দ্রিক চাকরির বাজারের জন্য কাজ করছে।

(ঢাকাটাইমস/০৫আগস্ট/ডিএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রেললাইনে ভিডিও করতে গিয়ে ফটোগ্রাফারের মর্মান্তিক মৃত্যু
‘সাময়িকভাবে’ ফ্লাইট বন্ধ করলো নভোএয়ার
সিরাজগঞ্জে নেশার টাকা না দেওয়ায় ছেলের মারধরে প্রাণ গেল বাবার, মা আহত
আফতাবনগরে পশুর হাট না বসানোর দাবিতে মানববন্ধন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা