বগি লাইনচ্যুত, কিশোরগঞ্জ-ভৈরব রুটে ট্রেন চলাচল বন্ধ

কিশোরগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৬ আগস্ট ২০২৩, ১৭:০৬

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সরারচর স্টেশন এলাকায় পয়েন্ট পরিবর্তনের সময় একই লাইনে চলে আসে দুটি ট্রেন। এ সময় দ্রুত ব্রেক করায় ‘কিশোরগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। বর্তমানে ভৈরব কিশোরগঞ্জ লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

রবিবার দুপুর ৩টার দিকে কিশোরগঞ্জ রেল স্টেশনের মাস্টার মিজানুর রহমান বিষয়টির নিশ্চিত করেছেন।

স্টেশন মাস্টার মিজানুর রহমান জানান, ‘কিশোরগঞ্জ এক্সপ্রেস’ ও ‘এগারসিন্দুর প্রভাতি’ ট্রেন দুটি দুই লাইনে ছিল। ভুল সিগন্যালে পয়েন্ট পরিবর্তনের সময় দুটি ট্রনই এক লাইনে চলে আসে। এ সময় দ্রুত ব্রেক করায় একটি ট্রেনের বগি লাইনচ্যুত হয়। দুপুর ২টার দিকে ঘটনাটি ঘটে। ইতোমধ্যে উদ্ধারকারী ট্রেন আখাউড়া থেকে ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। উদ্ধারকারী ট্রেন এসে বগি উদ্ধার কাজ শুরু করবে।

রেলওয়ে সূত্রে জানা যায়, কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি সরারচর স্টেশনে প্রবেশ করার সময় ঢাকা থেকে ছেড়ে আসা এগারসিন্দুর প্রভাতি ট্রেনটিও সরারচর স্টেশনে পৌঁছায়। এ সময় ভুল সিগন্যালে পয়েন্ট পরিবর্তন করতে গিয়ে ‘কিশোরগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়। কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ঢাকা থেকে আসা ট্রেনের যাত্রী মো. আজহার মিয়া জানান, অল্পের জন্য দুই ট্রেনের শতশত যাত্রীর জীবন রক্ষা পেল। আরও দক্ষ মানুষ রেলওয়ের কাজে নিয়োগ করা প্রয়োজন। নয়তো যে কোনোদিন বড় কোনো দুর্ঘটনার শিকার হতে পারেন যাত্রীরা।

(ঢাকাটাইমস/৬আগস্ট/এআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :