রিজভী আমার বাপের বয়সি, তাকে মাফ করে দেয়া হোক: হিরো আলম

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০৭ আগস্ট ২০২৩, ১৫:০৯ | প্রকাশিত : ০৭ আগস্ট ২০২৩, ১৪:২৫

অর্ধপাগল ও অর্ধশিক্ষিত বলায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বিরুদ্ধে ৫০ কোটি টাকার মানহানির মামলা করেছেন ইউটিউব ও ফেসবুকের আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম।

তবে এজলাস থেকে বেরিয়ে তিনি সাংবাদিকদের বলেন, ‘রিজভী আমার বাপের বয়সি, তাকে মাফ করে দেয়া হোক।’ অন্যদের সতর্ক করতেই মামলাটি করেছেন বলেও জানান হিরো আলম।

সোমবার দুপুর ১২টায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে যান স্বঘোষিত এই হিরো। এরপর তার আইনজীবী মুনসুর আলী রিপনের মাধ্যমে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালতে মামলার আবেদন করেন। আবেদনে চারজনকে সাক্ষী হিসেবে দেখানো হয়েছে। মামলায় দণ্ডবিধির ৫০৬/৫০১/৫০৬ ধারার অভিযোগ আনা হয়েছে।

এসময় আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে ডিবি পুলিশকে মামলাটি তদন্তের নির্দেশ দিয়েছেন এবং ১৩ সেপ্টেম্বর প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেছেন।

এজলাস থেকে বেরিয়ে হিরো আলম বলেন, ‘রিজভী আমার বাপের বয়সি, তাকে মাফ করে দেয়া হোক। মানুষ মাত্রই ভুল করে। এ জন্য আমি মামলা করতে চাইনি। তবে ভবিষ্যতে যেন আওয়ামী লীগ-বিএনপির কোনো লোক আমাকে নিয়ে বকাবকি করে কথাবার্তা না বলে, তাই আমি আদালতে এসেছি। ভবিষ্যতে আমাকে গালিগালাজ করলে আমি কাউকেই ছাড় দেব না।’

এর আগে হিরো আলমের আইনজীবী মুনসুর আলী রিপন আদালতে যুক্তি উপস্থাপন শুনানিতে বলেন, ‘একজন মৃত মানুষের বিপক্ষেও মানহানিকর বক্তব্য দেয়া উচিত না। আর হিরো আলম একজন পরিচিত মুখ। তিনি একাধিক বার সংসদ নির্বাচনে অংশ নিয়েছেন। তাকে মামলার আসামি (রিজভী) যেভাবে কটূক্তি করেছেন সেটা কোনোভাবেই উচিত হয়নি।’

এর আগে একই অভিযোগে রবিবার দুপুরে ডিবি কার্যালয়ে লিখিত অভিযোগ জানান হিরো আলম।

গত শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে রিজভী তার বক্তব্যে বলেন, ‘হিরো আলমের মতো একটা অর্ধপাগল, অর্ধশিক্ষিত লোক নির্বাচনে অংশ নিয়েছে।’ এই বক্তব্যে তার মানহানি হয়েছে বলে দাবি হিরো আলমের।

(ঢাকাটাইমস/৭আগস্ট/এলএম/এজে)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

ইট মারলে পাটকেল খাওয়ার জন্য বিএনপিকে প্রস্তুত থাকার হুঁশিয়ারী নানকের

সরকার দেশকে বিদেশি ঋণ নির্ভর দেশে পরিণত করেছে: জামায়াত

জিয়ার মৃত্যুবার্ষিকীতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির তিন দিনের কর্মসূচি 

বিএনপির আরও চার নেতা বহিষ্কার

নাশকতার ১৪ মামলায় বিএনপি নেতা সালামের স্থায়ী জামিন

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আ.লীগের কর্মসূচি

বিএনপির আশার গুড়ে বালি, যুক্তরাষ্ট্র সম্পর্ক গভীর করতে চায়: পররাষ্ট্রমন্ত্রী

প্রতিবেশী দেশ বাংলাদেশকে নিয়ন্ত্রণের চেষ্টা করছে: মির্জা ফখরুল

ফারাক্কা বাঁধ বাংলাদেশের উত্তরাঞ্চলকে মরুভূমি বানাচ্ছে: রাশেদ প্রধান

শেখ হাসিনা ছাড়া এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন কেউ করেনি: ওবায়দুল কাদের 

এই বিভাগের সব খবর

শিরোনাম :