ভোটার আইডি বানানোর কথা বলে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৯ আগস্ট ২০২৩, ২০:৫৭
অ- অ+
টাঙ্গাইলের ঘাটাইলে ভোটার আইডি বানানোর কথা বলে ডেকে নিয়ে এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে শহিদুল ইসলাম (৩২) নামে এক ইউপি সদস্যের বিরুদ্ধে। তিনি উপজেলার লোকেরপাড়া ইউয়িনের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য।
বুধবার এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে ইউপি সদস্য শহীদুল ও তার সহযোগী কাজলের বিরুদ্ধে ঘাটাইল থানায় একটি মামলা দায়ের করেছেন।
ভুক্তভোগীর বাড়ি লোকের পাড়া পুকুরিয়া শিয়ালকোল গ্রামে। তিনি ভুয়াপুর লোকমান ফকির মহিলা কলেজ থেকে চলতি বছরে উচ্চ মাধ্যমিক পাস করেন।
মামলার বিবরণ ও ভুক্তভোগী কলেজছাত্রী জানান, চলতি বছরের ১ জুলাই দশআনী বকশিয়া চুন্নু খানের ছেলে লোকের পাড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. শহিদুল ইসলাম কাছে ভোটার আইডি কার্ড বানানোর জন্য ইউনিয়ন পরিষদে যান। তিনি বলেন, পরিষদে লোক নেই এখন করা সম্ভব হবে না। তিনি তাকে ইউনিয়ন পরিষদের পাশে কাজল নামে এক বন্ধুর বাড়িতে যেতে বলেন। পার্শ্ববর্তী বাড়িতে নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেন। বিষয়টি প্রথমে কাউকে না জানিয়ে আমি বাড়ি চলে যাই। পরবর্তীতে বিয়ের জন্য চাপ দিলে তিনি আমাকে বিয়ে করতে অস্বীকৃতি জানান। বিষয়টি আমার পরিবারকে জানালে সবাই আইনগত ব্যবস্থা নিতে বলেন। পরে আমি থানায় এসে মামলা করি। মামলা নং ৭, তারিখ-০৯/০৮/২০২৩।
এ বিষয়ে ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন ঘটনা সত্যতা স্বীকার করে জানান, থানায় মামলা হয়েছে। ভিকটিমকে টাঙ্গাইল হাসপাতালে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
(ঢাকাটাইমস/৯আগস্ট/এআর)
google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দায়িত্ব নিয়েই হেভিওয়েট আ.লীগ নেত্রী গ্রেপ্তার, ঢাকা রেঞ্জের ডিআইজির প্রশংসায় জুলকারনাইন সায়ের
ফের একাধিক প্রদেশে ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান, বিস্ফোরণ-গোলাগুলি
সাবেক মন্ত্রী কায়কোবাদের বাড়িতে আ.লীগ নেতার হামলা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে আতঙ্ক
পুশ ইন ঠেকাতে ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে নিরাপত্তা জোরদার বিজিবির
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা