মহেশপুরে কৃষকের লাশ উদ্ধার

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৬ আগস্ট ২০২৩, ১৬:১০
অ- অ+

ঝিনাইদহের মহেশপুর উপজেলার ভাবদিয়া বাওড়ে জাগ দেওয়া পাটের নিচ থেকে কামাল হোসেন (৪৫) নামে এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ।বুধবার দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত কামাল শ্যামকুড় ইউনিয়নের জেলেপোতা গ্রামের রহমবারী মন্ডলের ছেলে। এঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

জানা যায়, রাতে কামাল হোসেন বাড়ি ফিরে না আসায় খোঁজাখুজির এক পর্যায়ে ভাবদিয়া বাওড়ের ধারে তার ব্যবহারিত মোবাইল ফোনটি পাওয়া যায়। পরে ওই সূত্র ধরে বাওড়ে জাগ দেওয়া পাটের নিচে তার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে।

মহেশপুর থানার এসআই শরিফুজ্জামান জানান, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সকালে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।

(ঢাকাটাইমস/১৬আগস্ট/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ট্রেনে কাটা পড়ে দক্ষিণখান থানার এসআইয়ের মৃত্যু
গরমে আমের সঙ্গে যেসব খাবার খেলে হতে পারে বিষক্রিয়া
নোয়াখালীর চাটখিলে ইয়াবাসহ হত্যা মামলার আসামি গ্রেপ্তার
ভারতের নতুন মহাকাশ অভিযান ব্যর্থ, মাঝপথেই ধ্বংস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা