নির্বাচনকে সামনে রেখে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে: দাবি মমতাজের

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৭ আগস্ট ২০২৩, ১৬:৩৭ | প্রকাশিত : ১৭ আগস্ট ২০২৩, ১৬:১৩

ভারতের বহরমপুর আদালতে প্রতারণার মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার ঘটনায় কয়েকদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনায় সংগীতশিল্পী ও মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগম। তবে আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে কোনো চক্র তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে দাবি মমতাজের।

বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এমন দাবি করেন মমতাজ। সেখানে গায়িকা লেখেন, ‘জাতীয় নির্বাচনকে সামনে রেখে আমার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হচ্ছে। আপনারা সবাই আমার ওপর আল্লাহর ওয়াস্তে আস্থা ও বিশ্বাস রাখবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমি যেন কারও ক্ষতি না করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।’

এর আগে একই স্ট্যাটাসে এ গায়িকা ও সংসদ সদস্য পশ্চিমবঙ্গে নিজের নামে মামলা ও আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার ব্যাপারে লেখেন, ‘এ কথা সত্য যে অনেক বছর আগে ভারতে বহরমপুর কোর্টে আমার বিরুদ্ধে এক ব্যক্তি একটি মিথ্যা বানোয়াট মামলা দায়ের করেন। যার মূল লক্ষ্য ছিল আমাকে ভয় দেখিয়ে কিছু টাকা হাতিয়ে নেয়া। আর ওই ব্যক্তি ছাড়া আমি যেন কারও মাধ্যমে ভারতে কোনো কনসার্ট করতে না পারি। কোনো ডকুমেন্ট ছাড়া ১৪ লাখ টাকা নেয়ার একটি মিথ্যা মামলা সাজিয়েছেন তিনি, যার কোনো প্রমাণ এই ১৪-১৫ বছরে কোর্টে দাখিল করতে পারেনি।’

‘এ বছর আমি দুইবার কোর্টে হাজির হই কিন্তু দুঃখের বিষয় মামলার বাদী দুইবারই অসুস্থ বলে কোর্টে অনুপস্থিত থাকেন। তার মূল উদ্দেশ্য হলো আমাকে হয়রানি করা। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে দ্রুত এই মামলাটি যাতে শেষ হয় সে জন্য আদালতকে অনুরোধ করি।’

জনপ্রিয় এই গায়িকা আরও লেখেন, ‘আদালত শেষ যে তারিখটি দিয়েছিল, ওই সময় আমার আগে থেকেই কানাডা একটা প্রোগ্রাম নেয়া ছিল বলে আমি উপস্থিত থাকতে পারিনি। তবে আমি আদালতকে এই বিষয় অবহিত করি এবং পরবর্তীতে একটা সময় চাইলে আদালত সেটা গ্রহণ করে আমাকে সেপ্টেম্বরের ৮ তারিখ পুনরায় ডেট দেন। আশা করি আমি ৮ তারিখে হাজির হলে আদালত একটা সিদ্ধান্ত নেবেন এবং পরবর্তী কী করণীয়, তা জানতে পারব।’

মমতাজের বিরুদ্ধে করা মামলার সূত্রে জানা যায়, ২০০৪ থেকে ২০০৮ সাল পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানে গান গাওয়ার জন্য মমতাজের চুক্তি হয়েছিল পশ্চিমবঙ্গের শক্তি শংকর বাগচী নামের একটি ইভেন্ট অর্গানাইজারের সঙ্গে।

এই চুক্তির ভিত্তিতে একটি অনুষ্ঠানে গান গাওয়ার জন্য মমতাজকে অগ্রিম ১৪ লাখ টাকা দেয়া হয়। কিন্তু টাকা নিয়েও গান গাইতে যাননি এ কণ্ঠশিল্পী। এর জের ধরেই মমতাজের বিরুদ্ধে একাধিক মামলা করেন ভুক্তভোগীরা। এর আগে এই মামলায় বিভিন্ন সময় আরও তিনবার গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল মমতাজের বিরুদ্ধে।

টাকা নিয়েও গান গাইতে না যাওয়ার অভিযোগের পাশাপাশি বিশ্বাস ভঙ্গ, প্রতারণাসহ একাধিক মামলায় অভিযুক্ত কণ্ঠশিল্পী মমতাজ। তাই তার বিরুদ্ধে এই নিয়ে চতুর্থবারের মতো গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ভারতের পশ্চিমবঙ্গের বহরামপুর আদালত।

(ঢাকাটাইমস/১৭আগস্ট/এলএম/এজে)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

ইট মারলে পাটকেল খাওয়ার জন্য বিএনপিকে প্রস্তুত থাকার হুঁশিয়ারী নানকের

সরকার দেশকে বিদেশি ঋণ নির্ভর দেশে পরিণত করেছে: জামায়াত

জিয়ার মৃত্যুবার্ষিকীতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির তিন দিনের কর্মসূচি 

বিএনপির আরও চার নেতা বহিষ্কার

নাশকতার ১৪ মামলায় বিএনপি নেতা সালামের স্থায়ী জামিন

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আ.লীগের কর্মসূচি

বিএনপির আশার গুড়ে বালি, যুক্তরাষ্ট্র সম্পর্ক গভীর করতে চায়: পররাষ্ট্রমন্ত্রী

প্রতিবেশী দেশ বাংলাদেশকে নিয়ন্ত্রণের চেষ্টা করছে: মির্জা ফখরুল

ফারাক্কা বাঁধ বাংলাদেশের উত্তরাঞ্চলকে মরুভূমি বানাচ্ছে: রাশেদ প্রধান

শেখ হাসিনা ছাড়া এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন কেউ করেনি: ওবায়দুল কাদের 

এই বিভাগের সব খবর

শিরোনাম :