সালথায় নববধূর আত্মহত্যা

ফরিদপুরের সালথায় প্রেম করে বিয়ের মাত্র তিন মাসের মাথায় গলায় ফাঁস দিয়ে তানিয়া বেগম (১৯) নামে এক নববধূ আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার বিকালে উপজেলার সোনাপুর ইউনিয়নের নটখোলা গ্রামে নিজ ঘরের আড়া থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। তানিয়া ওই গ্রামের কৃষক ইয়াছিন মাতব্বরের স্ত্রী।
নিহতের পরিবার জানান, মাস তিনেক আগে প্রেম করে তানিয়াকে বিয়ে করেন ইয়াছিন। বিয়ের পর তাদের সংসারে তেমন সুখ ছিল না। মাঝেমধ্যে ঝগড়াঝাটি লেগেই থাকতো। শুক্রবার সকালে তানিয়াকে গোপনে মোবাইল ফোনে কথা বলতে দেখেন তার স্বামী। বিষয়টি নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায় রাগারাগি করে স্বামী ইয়াসিন বাড়ির পাশে কৃষিকাজ করতে যান। এই সুযোগে গলায় ওড়না পেঁচিয়ে নিজ ঘরের বারান্দায় কাঠের আড়ার সাথে ঝুলে আত্মহত্যা করে বলে দাবি করেন স্বামীর বাড়ির লোকজন।
সালথা থানার এসআই সৈয়দ আওলাদ হোসেন বলেন, খবর পেয়ে বিকালে ওই নববধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। লাশ মর্গে পাঠানো হবে। এই বিষয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
(ঢাকাটাইমস/১৯ আগস্ট/ ইএইচ)

মন্তব্য করুন