নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে তথ্য কর্মকর্তার মৃত্যু

নীলফামারী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ আগস্ট ২০২৩, ১৩:০৩| আপডেট : ১৯ আগস্ট ২০২৩, ১৩:৫৮
অ- অ+

ট্রেনে কাটা পড়ে নীলফামারীতে সহকারী জেলা তথ্য কর্মকর্তা প্রকাশ চন্দ্র রায়ের (৫৬) মৃত্যু হয়েছে। শনিবার সকাল ছয়টার দিকে চিলাহাটি-সৈয়দপুর রেলপথ এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত কর্মকর্তা প্রকাশ চন্দ্র রায় জেলা শহরের দেবিরডাঙ্গা এলাকার মৃত. লাল মোহন বর্মণের ছেলে।

নীলফামারী পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর ময়নুল ইসলাম বলেন, প্রতিদিন সকালে তিনি হাঁটাহাঁটি করতেন। অন্যান্য দিনের মত আজও সকালে বাড়ি থেকে বের হয়ে যান। পরে ট্রেনে কাটা পড়ে মারা যাওয়ার খবর পায় পরিবারের লোকজন।

সৈয়দপুর জিআরপি থানার উপপরিদর্শক মনিরুজ্জামান মনির বলেন, চিলাহাটি থেকে রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেসে কাটা পড়ে সকাল পৌনে ছয়টার দিকে মারা যান তিনি। মৃতদেহ উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালের মর্গে নেয়া হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

(ঢাকাটাইমস/১৯ আগস্ট/ইএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নীলফামারীতে ইটবোঝাই ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নে দেশব্যাপী ডাটা সংগ্রহ শুরু, নীলফামারী সেবাকেন্দ্রে পরিদর্শন টিম
দুদকের মামলায় কারাগারে নীলফামারীর সাবেক এমপি ও বিএনপি নেতা তুহিন
নীলফামারীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই বোন দগ্ধ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা