সায়েদাবাদে গাড়িচাপায় বাসের হেলপার নিহত

রাজধানীর সায়েদাবাদ বাসস্ট্যান্ড এলাকায় গাড়ির চাপায় একটি বাসের হেলপারের মৃত্যু হয়েছে।
শনিবার রাত সাড়ে দশটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ডিনহত মো. সুমন (৩৬) লাল সবুজ পরিবহনের হেলপার ছিলেন। তার বাড়ি নোয়াখালী সদর উপজেলায়।
গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় ভোর সাড়ে চারটার দিকে তার মৃত্যু হয়।
লাল-সবুজ বাসের চালক সামসু জানান, রাতে সায়েদাবাদ বাসস্ট্যান্ডে গাড়ির কাজ করার সময় পেছন থেকে ইউনিক পরিবহনের একটি গাড়ি এসে চাপা দিলে গুরুতর অঅহত হন সুমন। প্রথমে তাকে স্থানীয় হাসপাতালে, পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে চারটার দিকে তিনি মারা যাস।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যর বিষয়টি নিশ্চিত করেছেন।
(ঢাকাটাইমস/২০আগস্ট/এফএ)

মন্তব্য করুন