বাগেরহাটে মুক্তিযুদ্ধের সংগঠক শিকদার আব্দুল বারীর কন্যার ইন্তেকাল

বাগেরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২০ আগস্ট ২০২৩, ০৯:৩৯
অ- অ+

বাগেরহাট সদর উপজেলার ১নং কাড়াপাড়া ইউনিয়নের বাসিন্দা মুক্তিযোদ্ধার অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা, বাগেরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম শিকদার আব্দুল বারীর কন্যা ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড বাগেরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক ও বাগেরহাট উপজেলা প্রেস ক্লাবের সহ সভাপতি শিকদার রেজাউল কবিরের ছোট বোন সামছুম মনিরা (মুক্তি) দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার ঢাকা মৃত্যুবরণ করেছেন।

গত শুক্রবার সদর উপজেলার কাড়াপাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের মাঠে তার নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার শেষে তাকে পারিবারিক কবরস্থানের দাফন করা হয়েছে।

জানাজায় উপস্থিত ছিলেন, বাগেরহাট জেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল আলম, বাগেরহাট উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান আক্তারুজ্জামান বাচ্চু ,বাগেরহাট মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি ও বাগেরহাট উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক মাসুম হাওলাদার, বাগেরহাট জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাংগঠনিক সম্পাদক ডাক্তার সাজ্জাদ হোসেন লেমন, সদর উপজেলার কাড়াপাড়া ইউপি চেয়ারম্যান মহিদুর রহমান পল্টনসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

(ঢাকাটাইমস/২০ আগস্ট/ ইএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চুয়াডাঙ্গায় ষষ্ঠ শ্রেণীর ছাত্রকে হাঁসুয়া দিয়ে হত্যা
১১৫ শতাংশ শুল্ক কমাতে সম্মত চীন ও যুক্তরাষ্ট্র
বাংলাদেশ-নেপাল-ভুটান-সেভেন সিস্টার্সের মধ্যে সমন্বিত অর্থনৈতিক কৌশলের আহ্বান প্রধান উপদেষ্টার
ডিগ্রির মর্যাদা দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় নার্সেস দিবস বয়কট, বিক্ষোভ ডিপ্লোমা নার্সিং শিক্ষার্থীদের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা