চুয়াডাঙ্গায় ট্রাকের ধাক্কায় আলমসাধু চালক নিহত

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার গোকুলখালি বাজারে ট্রাকের ধাক্কায় সুজিত বিশ্বাস (৩৫) নামে আলমসাধু চালক নিহত হয়েছেন। রবিবার সকাল সাড়ে ৯টার দিকে চুয়াডাঙ্গা-মেহেরপুর আঞ্চলিক সড়কের গোকুলখালি বাজারের নিকট এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুজিত বিশ্বাস চুয়াডাঙ্গা পৌর এলাকার হাজরাহাটি গ্রামের শ্রী রতন বিশ্বাসের ছেলে।
নিহত সুজিত বিশ্বাসের পরিবারের সদস্যরা জানান, সুজিত আলমসাধু চালক। সকালে এক ব্যক্তি আলমসাধু কিনবে বলে তার সঙ্গে মেহেরপুরে যাচ্ছিলেন। বাড়ি থেকে যাওয়ার ঘণ্টাখানিক পর শুনি দুর্ঘটনায় সুজিত মারা গেছে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক নুরজাহান খাতুন বলেন, সকাল ১০টার দিকে রক্তাক্ত জখম অবস্থায় সুজিত নামের ওই ব্যক্তিকে জরুরি বিভাগে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করা হয়। সুজিতের মাথাসহ শরীরের বিভিন্নস্থানে আঘাতপ্রাপ্ত হয়েছিল। হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে।
আলমডাঙ্গা থানা পুলিশের পরিদর্শক (ওসি) বিপ্লব কুমার নাথ বলেন, ঘটনার পর চালক ট্রাকটি নিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা আহত অবস্থায় সুজিতকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরবর্তী আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।
(ঢাকাটাইমস/২০আগস্ট/এসএ)

মন্তব্য করুন