বগুড়ার কলেজে ভর্তি জালিয়াতির ঘটনায় মামলা

বগুড়া প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২০ আগস্ট ২০২৩, ১৫:১৫

বগুড়ার সরকারি শাহ সুলতান কলেজে ভর্তি জালিয়াতির ঘটনায় চারজনের বিরুদ্ধে মামলা করেছেন এক শিক্ষার্থী। এর আগে শনিবার কলেজের তিন কর্মচারীকে জালিয়াতির অভিযোগে আটক করে পুলিশ।

রবিবার দুপুরে মামলায় গ্রেপ্তার দেখিয়ে ওই তিনজনকে আদালতে পাঠিয়েছে পুলিশ।

গ্রেপ্তারকৃত তিনজন হলেন, শাজাহানপুর উপজেলার হারুনুর রশিদ (৪০), বগুড়া সদর উপজেলার আমিনুর রহমান (৪৫) ও ইসলামপুরের আব্দুল হান্নান (৪৫)। তারা সবাই শাহ সুলতান কলেজের অফিস সহায়ক হিসেবে কর্মরত।

এ মামলায় অপর এজাহারনামীয় আসামি শাজাহানপুরের ওমরদীঘি চন্দ্রহাটা গ্রামের কাওছার আলী (২৪)। এছাড়া আরও ৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে মামলায়। কাওছার শাহ সুলতান কলেজের শিক্ষার্থী ছিলেন। শিক্ষার্থীদের কাছে তিনি নিজেকে কলেজ ছাত্রলীগের কর্মী ও অফিস স্টাফ পরিচয় দিতেন।

মামলার বাদী শাজাহানপুরের শ্মশানকান্দী এলাকার রাশাদুল ইসলাম। তাকে এইচএসসিতে ভর্তির কথা বলে ৫০ হাজার টাকা ও মার্কশিট দিয়েছিলেন হারুন।

মামলার বিষয়টি নিশ্চিত করেন শাজাহানপুর থানার ওসি শহিদুল ইসলাম। তিনি বলেন, গতকাল রাতে মামলাটি হয়েছে। মামলায় গ্রেপ্তার তিন আসামিকে দুপুরে আদালতে পাঠানো হয়। আর কাওছার নামে একজন পলাতক রয়েছেন।

(ঢাকাটাইমস/২০ আগস্ট/ইএইচ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :