মানবতাবিরোধী অপরাধ: সাতক্ষীরায় সাবেক ইউপি সদস্যসহ গ্রেপ্তার ২

সাতক্ষীরার শ্যামনগরে একাত্তরের মানবতাবিরোধী অপরাধ মামলার ২ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার দুপুর ২টার দিকে তাদের উপজেলার রমজাননগর ইউনিয়নের তারানিপুর থেকে গ্রেপ্তার করা হয়।
এর আগে, ২০০৯ সালের ২৬ আগস্ট ১১ জনের নাম উল্লেখ করে মামলাটি করেছিলেন চন্দনা রাণী মণ্ডল। মামলায় তিনি অভিযোগ করেন, ১৯৭১ সালের ৫ অক্টোবর তার বাবা, শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের কদমতলা গ্রামের সুরেন্দ্রনাথ মণ্ডলকে বাড়ি থেকে তুলে নিয়ে পার্শ্ববর্তী চুনো নদীর পাড়ে নৃশংসভাবে নির্যাতনের পর গুলি করে হত্যা করা হয়। এরপর তাকে ধরে নিয়ে বাবার মরদেহের ওপর শুইয়ে দেওয়া হয়েছিল। বাবা শহীদ সুরেন্দ্রনাথ মণ্ডলের হত্যাকারীদের বিচারের জন্য ২০০৯ সালের ২৬ আগস্ট ১১ জনের নাম উল্লেখ করে আদালতে মামলা করেন তিনি। পরে মামলাটি আন্তর্জাতিক অপরাধ দমন ট্রাইব্যুনাল গ্রহণ করে। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)-এর অতিরিক্ত পুলিশ সুপার কানিজ ফাতিমা মহোদয়ের নেতৃত্বে সঙ্গীয় এসআই (নি.) করুন চন্দ্র বিশ্বাস শ্যামনগর থানা পুলিশের সহায়তায় তাদের ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
(ঢাকাটাইমস/২১আগস্ট/এআর)

মন্তব্য করুন