দৈনিক যুগান্তরের জ্যেষ্ঠ প্রতিবেদক হাবিবের ইন্তেকাল

দৈনিক যুগান্তরের জ্যেষ্ঠ প্রতিবেদক হাবিবুর রহমান খান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৪২ বছর।
মঙ্গলবার বিকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।
পরিবারের সদস্যরা জানান, বিকাল ৪টার দিকে হঠাৎ বুকের ব্যথায় অসুস্থ বোধ করছিলেন হাবিবুর। দ্রুত তাকে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে নিয়ে যাওয়ার পরে চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষার পর জানালেন সে ‘আর নেই’।
মৃত্যুকালে এক ছেলে এক মেয়ে রেখে গেছেন হাবিব।
পরিবারের সদস্যরা জানান, মিরপুর শাইনপুকুর হাউজিং জামে মসজিদে বাদ এশা হাবিবের জানাজা হবে। পরে মিরপুর শহীদ বুদ্দিজীবী কবরাস্থানে তাকে দাফন করা হবে।
এদিকে হাবিবের মৃত্যৃর সংবাদ শুনে তার স্ত্রী ফারজানা মাহমুদ সনির সঙ্গে টেলিফোনে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি তাকে সান্ত্বনা জানান এবং তার সন্তানদের খোঁজ-খবর নেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করে হাবিব সাংবাদিকতাকে পেশা হিসেবে নিয়ে জাতীয় দৈনিকে কাজ শুরু করেন।
সব সময় সদালাপী হাবিবের হঠাৎ মৃত্যু সংবাদে ঢাকা রিপোর্টার্স ইউনিটিসহ মাঠ পর্যায়ের রিপোর্টারদের অনেকে বাকরুদ্ধ হয়ে পড়েন। দৈনিক যুগান্তর তার কর্মস্থলে সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
হাবিবুর রহমান খান জাতীয় প্রেসক্লাব, ঢাকা সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সদস্য ছিলেন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন, সদস্য সচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি পৃথক পৃথকভাবে শোক প্রকাশ করেন। তারা হাবিবের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
ঢাকাটাইমস/২২আগস্ট/জেবি/ইএস
সংবাদটি শেয়ার করুন
গণমাধ্যম বিভাগের সর্বাধিক পঠিত
গণমাধ্যম এর সর্বশেষ

ডিআরইউ সভাপতি শুভ, সম্পাদক মহিউদ্দিন নির্বাচিত

উৎসবমুখর পরিবেশে চলছে ডিআরইউর ভোটগ্রহণ

ঢাকা সাংবাদিক পরিবার বহুমুখী সমবায় সমিতির সভাপতি মামুন, সম্পাদক বাবু

‘নির্বাচনকে অর্থবহ করতে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ’

বিএফইউজের নির্বাচন ৮ ডিসেম্বর

বঙ্গবন্ধুর খুনি নূর চৌধুরীকে নিয়ে সিবিসির অনুসন্ধানী প্রতিবেদন

আহত সাংবাদিকের পাশে র্যাব

গণমাধ্যমকর্মীদের ওপর হামলায় আইপি টিভি ওনার্স ফোরামের নিন্দা

বিএফইউজে সম্মেলন বয়কট ডিইউজের
