রামগড়ে বিজিবির অভিযানে অবৈধ ভারতীয় ওষুধ জব্দ

খাগড়াছড়ির রামগড় পৌরসভার মহামুনিপাড়ায় ৪৩ বিজিবির অভিযানে অবৈধ ভারতীয় বিভিন্ন ধরনের ওষুধ জব্দ করা হয়েছে।
শনিবার গভীর রাতে রামগড় ৪৩ বিজিবির অধীনস্থ মহামুনি বিওপিতে কর্মরত নায়েব সুবেদার মো. ফরিদুল ইসলামের নেতৃত্বে একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে মালিকবিহীন অবৈধ ভারতীয় বিভিন্ন প্রকার ৬০০ পিস ওষুধ জব্দ করে, যার বাজার মূল্য ১ লাখ ২৬ হাজার টাকা । এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল রেখে চোরাকারবারীরা পালিয়ে যায়।
জব্দকৃত ওষধ সীতাকুন্ড কাস্টমস অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে, বর্তমানে ব্যাটালিয়ন সদর দপ্তরে জমা রাখা হয়।
রামগড় ৪৩ বিজিবির অধিনায়ক লে.কর্নেল আবু বকর সিদ্দিক সাইমুম বলেন, সীমান্তে কোনো ধরনের অবৈধ কর্মকাণ্ডকে বিজিবির পক্ষ থেকে ছাড় দেওয়া হবে না, মাদক চোরাচালান দমনে বিজিবি সর্বদা প্রস্তুত।
(ঢাকাটাইমস/২৭ আগস্ট/ইএইচ)

মন্তব্য করুন