নিখোঁজের একদিন পর শীতলক্ষ্যা থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ আগস্ট ২০২৩, ১৩:০৩| আপডেট : ২৮ আগস্ট ২০২৩, ১৩:৩২
অ- অ+

নিখোঁজের একদিন পর নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে বিল্লাল (৮) ও ইসমাইল (৮) নামে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে৷ সোমবার সকালে শীতলক্ষ্যা নদীর বন্দর থানার ময়মনসিংহপট্টি এলাকা থেকে ওই দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত বিল্লাল বন্দরের কাজীবাড়ি এলাকার ইকবাল কাজী বাড়ির ভাড়াটিয়া বাবুল কাজীর ছেলে এবং ইসমাইল পাশের বাড়ির বাদল কাজী বাড়ির ভাড়াটিয়া আলাউদ্দিন মাঝির ছেলে।

স্থানীয়রা জানান, রবিবার সকাল থেকেই তারা নিখোঁজ ছিল। সকালে শীতলক্ষ্যার তীরে তাদের মরদেহ ভেসে ওঠে। খবর পেয়ে বন্দর ফায়ার সার্ভিস কর্মীরা এসে মরদেহ উদ্ধার করেন।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, শীতলক্ষ্যা নদী থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

(ঢাকাটাইমস/২৮আগস্ট/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ
সংবাদ সম্মেলনে স্ত্রীর দাবি ‘অপচিকিৎসায়’ শামসুদ্দোহা শিমুলের মৃত্যু, বিচার চায় পরিবার
অবৈধ অস্ত্র, গুলি, বোমা ও গাড়িসহ আন্তঃজেলা ডাকাত দলের সাত সদস্য গ্রেপ্তার
থানায় ভুক্তভোগীদের সঙ্গে সরাসরি-ভিডিওকলে কথা বলবেন ঢাকা রেঞ্জ ডিআইজি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা