ঢাবির মৈত্রী হলে অন্তঃহল কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

ঢাবি প্রতিনিধি, ঢাকা টাইমস
| আপডেট : ২৮ আগস্ট ২০২৩, ১৯:৫৯ | প্রকাশিত : ২৮ আগস্ট ২০২৩, ১৯:১২

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল কুইজ ক্লাবের উদ্যোগে শোকের মাস আগস্ট এবং বঙ্গবন্ধুর স্মরণে হল মিলনায়তনে আয়োজন করা হয় ‘বঙ্গবন্ধু ও সোনার বাংলা অন্তঃহল কুইজ প্রতিযোগিতা ২০২৩’। রবিবার হল মিলনায়তনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েত মৈত্রী হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. নাজমুন নাহার। এছাড়াও, হল কুইজ ক্লাবের সভাপতি এ এইচ এম নূরে হাবিবার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. নাজমুন নাহার, মৈত্রী হল কুইজ ক্লাবের মডারেটর ড. রিফাত আরা বেগম।

এসময় বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলের আবাসিক শিক্ষক ও কুইজপ্রেমী আবাসিক ও অনাবাসিক প্রায় অর্ধশত শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. নাজমুন নাহার বলেন, বাঙালির জাতিসত্তার প্রাণের স্পন্দন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর বর্ণাঢ্য রাজনৈতিক জীবনকে বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের মাঝে অনুপ্রেরণা হিসেবে উপস্থাপন করার জন্য 'মৈত্রী হল কুইজ ক্লাবের এ উদ্যোগ অবশ্যই প্রশংসার দাবী রাখে। স্বল্প সময়ে এতো বড় আয়োজন বঙ্গবন্ধুর প্রতি শিক্ষার্থীদের বিনম্র শ্রদ্ধার একটি স্মারক হয়ে থাকলো। এছাড়াও তিনি শিক্ষার্থীদের কুইজসহ নানাবিধ সহশিক্ষা কার্যক্রমে নিয়মিত অংশগ্রহণ করতে আহ্বান জানান। বিভিন্ন সীমাবদ্ধতার মধ্যেও শিক্ষার্থীদের জীবনমান উন্নয়নের প্রয়াস অব্যাহত রাখতে হবে বলে আশ্বাস দেন।

সততা ও দক্ষতার সমন্বয় ঘটিয়ে শিক্ষা, ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে টেকসই জ্ঞান অর্জনের জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরষ্কার হিসেবে ক্রেস্ট এবং মূল্যবান বই তুলে দেন অতিথিরা।

উল্লেখ্য, একক কুইজ এবং উন্মুক্ত দুইটি সেগমেন্টে কুইজ প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলের আবাসিক এবং অনাবাসিক শিক্ষার্থী অংশ নেন। এছাড়া অনুষ্ঠানের প্রচার সহযোগী হিসেবে ছিল তর্কজাল, মিডিয়া পার্টনার ছিল রেডিও কার্নিভাল ও ঢাকাটাইমস২৪.কম।

(ঢাকাটাইমস/২৮আগস্ট/এসকে)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

কুবিতে ত্রিমুখী সংঘর্ষ, পাল্টাপাল্টি অভিযোগ

ঢাকাসহ ৫ জেলার মাধ্যমিক স্কুল-কলেজ সোমবার বন্ধ, খোলা প্রাথমিক

প্রাথমিকে শিক্ষক নিয়োগ: ঢাকা ও চট্টগ্রামের লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের নতুন নির্দেশনা

শিক্ষার্থীদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে ওঠার তাগিদ দিলেন শিল্পমন্ত্রী

ঢাকার তাপমাত্রা দেখে সারাদেশে স্কুল বন্ধ করা যুক্তিযুক্ত নয়: শিক্ষামন্ত্রী

বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের ৪৮তম বার্ষিক কাউন্সিল সভা অনুষ্ঠিত 

তাপপ্রবাহের ঝুঁকির মধ্যেই খুলল শিক্ষা প্রতিষ্ঠান

বেরোবিতে উৎসবমুখর পরিবেশে ‘এ’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

নজরুল বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

কুবিতে গুচ্ছ পদ্ধতির ‘এ’ ইউনিটের পরীক্ষা সম্পন্ন, উপস্থিতি ৮৭ শতাংশ

এই বিভাগের সব খবর

শিরোনাম :