ইরাকে সমকামী সম্পর্কে জড়ালেই ১৫ বছরের জেল, আইন পাস

সমকামী সম্পর্কে থাকলেই যেতে হবে জেলে। ১৫ বছর পর্যন্ত সাজা হতে পারে। গত শনিবার ইরাকের সংসদে সমকামী সম্পর্ককে অপরাধ হিসাবে গণ্য করার আইনটি পাস করা হয়। সরকারের দাবি, ধর্মীয় মূল্যবোধকে রক্ষা করতেই এই আইন পাস করা হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ইরাকে সমকামী সম্পর্ক বিরোধী আইন অনুযায়ী- যদি কোনো পুরুষ বা নারী সমকামী সম্পর্কে ধরা পড়েন, তবে তাদের সর্বনিম্ন ১০ বছর এবং সর্বাধিক ১৫ বছর পর্যন্ত সাজা দেওয়ার বিধান আনা হয়েছে। যদি কেউ সমকামী বা দেহ ব্যবসার প্রচার করেন, তাদেরও কমপক্ষে ৭ বছর পর্যন্ত সাজা দেওয়া হবে।
এছাড়াও যদি কেউ তাদের বায়োলজিক্যাল জেন্ডার বা জৈবিক লিঙ্গকে স্বীকার না করেন এবং লিঙ্গ পরিবর্তন করেন বা নিজের লিঙ্গের বিরুদ্ধে গিয়ে পোশাক পরেন, তবে তাদেরও ১ থেকে ৩ বছরের কারাবাসের সাজা দেওয়া হবে।
রয়টার্স বলছে, প্রথমে এই আইনে সমকামী সম্পর্কে মৃত্যুদণ্ডের সাজার সুপারিশ করা হয়েছিল। পরে যুক্তরাষ্ট্র ও ইউরোপিয়ান দেশগুলো এর বিরোধিতা করায় সর্বাধিক ১৫ বছর পর্যন্ত সাজার বিধান আনা হয়।
প্রসঙ্গত, বিশ্বের ৬০টিরও বেশি দেশে সমকামী সম্পর্ককে নিষিদ্ধ করা হয়েছে। তবে ১৩০টিরও বেশি দেশে এই সম্পর্ক বৈধ।
(ঢাকাটাইমস/২৯এপ্রিল/এমআর)

মন্তব্য করুন