সম্মেলনের ১৪ মাসেও কমিটি হয়নি কালিহাতী উপজেলা আ.লীগের

জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্যদিয়ে ২০২২ সালের ১৫ জুন অনুষ্ঠিত হয়েছিলো টাঙ্গাইলের কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সম্মেলন। কালিহাতী সরকারি আরএস পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে উপস্থিত ছিলেন, প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, কামরুল ইসলাম, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান ফারুক।
সম্মেলনে প্রথম অধিবেশন শেষে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম উপজেলা আওয়ামী লীগের শীর্ষ দুই নেতার নাম ঘোষণা করেন। কমিটি গঠনের পর প্রায় ১৪ মাস অতিবাহিত হলেও এখনো পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ হয়নি।
দলীয় সূত্রে জানা গেছে, টাঙ্গাইল জেলা সদরের নিকটবর্তী হওয়ায় এই উপজেলা আওয়ামী লীগের ঘাটি হিসেবে আলোচনা রয়েছে। ২টি পৌরসভা ও ১৩টি ইউনিয়ন নিয়ে এ উপজেলা গঠিত হয়েছে।
কালিহাতী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যানকে সভাপতি পদে মোজহারুল ইসলাম প্রথমবারের মতো দায়িত্ব পান এবং সাধারণ সম্পাদক পদে উপজেলা আওয়ামী লীগের বিলুপ্ত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন মোল্লার নাম ঘোষণা করা হয়।
কিন্তু কমিটি ঘোষণার ১৪ মাস পেরিয়ে গেলেও এখনো পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়নি। পূর্ণাঙ্গ কমিটি গঠন না হওয়ায় ত্যাগী ও পদপ্রত্যাশী নেতাকর্মীদের মাঝে হতাশা বিরাজ করছে। তারা দ্রুত পূর্ণাঙ্গ কমিটি গঠনের দাবি জানিয়েছেন।
কালিহাতী উপজেলা আওয়ামী লীগের একাধিক নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, ডিসেম্বরে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এ আসনে আওয়ামী লীগের একাধিক প্রার্থী মনোনয়ন প্রত্যাশী। এ সময় দলকে শক্তিশালী করতে হলে আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি থাকা খুবই জরুরি। সেই সাথে পরীক্ষিত ত্যাগী নেতা ও নবীন-প্রবীনের সমন্বয়ে যেন এবার কমিটি হয় এবং এ কমিটিতে যেন কোন বিএনপি-জামায়াত পরিবারের সদস্য না থাকে সেই বিষয়টি গুরুত্ব সহকারে দেখতে হবে। যাদের কমিটিতে রাখা হবে তাদের বিষয়ে খোঁজ খবর নিয়ে দ্রুত সময়ের মধ্যে কমিটি গঠনের দাবি জানিয়েছেন তারা।
এ প্রসঙ্গে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মোল্লা বলেন, কমিটির খসড়া চূড়ান্ত হয়ে গেছে জেলা আওয়ামী লীগকে দেখানো হয়েছে আগামী ৩ সেপ্টেম্বর পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হবে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার বলেন, কমিটি গঠন প্রক্রিয়া শেষ। খুব দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হবে।
(ঢাকাটাইমস/৩০ আগস্ট/ইএইচ)

মন্তব্য করুন