কাউখালীর রাস্তা যেন মরণফাঁদ

সৈয়দ বশির আহম্মেদ, পিরোজপুর
  প্রকাশিত : ৩১ আগস্ট ২০২৩, ১৫:১০
অ- অ+

পিরোজপুরের কাউখালী উপজেলা সদরে মূল প্রবেশ পথ বাসষ্ট্যান্ড থেকে ডাক বাংলো পর্যন্ত সড়ক বিভাগের ৪শ মিটার রাস্তা বড় বড় খানা খন্দকের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টি এবং জোয়ারের পানিতে রাস্তাটিতে হাটু পর্যন্ত পানি জমে থাকে। যার ফলে প্রায়ই ছোট বড় দুর্ঘটনা ঘটে। রাস্তা নয়, যেন মরণফাঁদ।

সরেজমিনে দেখা যায়, পিরোজপুর, রাজাপুর, স্বরূপকাঠী, নৈকাঠী দিয়ে আন্ত: এবং দূর পাল্লার বাস এবং পরিবহনের একমাত্র প্রবেশদ্বার এই রাস্তা। প্রতিদিন বাস, ট্রাকসহ শত শত রিকশা, অটোরিকশা ও বিভিন্ন যানবাহন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করে।

রিকশা চালক লিটন জানান, এ রাস্তা দিয়ে যাত্রীরা চলাচল করতে চায় না।

স্কুলশিক্ষক মেহেদী হাসান নয়ন জানান, মোটরসাইকেল নিয়ে এ রাস্তা দিয়ে চলাচল করা খুবই ঝুঁকিপূর্ণ, তবুও চলতে হয়। কেননা এই রাস্তা দিয়েই স্কুলে যেতে হয়।

কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান জানান, সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলীকে এ ব্যাপারে অবহিত করা হয়েছে।

সড়ক ও জনপদ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী রাজিউল আলম রাজু জানান, অতি বৃষ্টির কারণে ঠিকাদার রাস্তার কাজ করতে পারছে না। বৃষ্টি কমলে রাস্তার কাজ পুরোদমে শুরু হবে।

তিনি আরও জানান, রাস্তার দুই পার্শ্বে ঘর-বাড়ি থাকায় জমির মালিকরা জায়গা না দেওয়ায় ড্রেনেজ ব্যবস্থা করা যাচ্ছে না।

(ঢাকাটাইমস/৩১আগস্ট/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের ১২১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন
কেউ যেন ভোটের অধিকার কুক্ষিত করার ষড়যন্ত্র করতে না পারে: তারেক রহমান 
আকাশপথ খুলে দিয়েছে পাকিস্তান
বিএনপির তারুণ্যের সমাবেশে অতিথির আসনে তামিম ইকবাল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা