নেত্রকোণার পূর্বধলায় এমপি বেলাল অপহরণ মামলায় সব আসামির জামিন

নেত্রকোণা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩১ আগস্ট ২০২৩, ১৯:৫৩

নেত্রকোণা-৫ (পূর্বধলা) আসনের তিনবারের নির্বাচিত জাতীয় সংসদ সদস্য ওয়ারেসাত হোসেন বেলালকে (বীরপ্রতীক) অপহরণ, তার স্বাক্ষর জাল, ভূয়া কাবিননামা তৈরি, ব্যক্তিগত মোবাইল ফোন ব্যবহার করে দুই কোটি টাকা আত্মসাত ও প্রতারণার অভিযোগে এমপির স্ত্রী রওশন হোসেনের দায়ের করা মামলায় ছাত্রলীগ ও যুবলীগসহ ৯ নেতাকর্মী জামিনে মুক্তি পেয়েছেন।

বৃহস্পতিবার নেত্রকোণা জেলা জজ আদালত থেকে তারা জামিনে মুক্তি পান।

জামিনপ্রাপ্তরা হলেন, বিশ্ববিদ্যালয়পড়ুয়া ছাত্রী নাদিয়া আক্তার (২৬), তার ছোট ভাই পূর্বধলা সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তাইফ (২০), উপজেলা ছাত্রলীগের সভাপতি সোলায়মান হোসেন হাসিব, উপজেলা যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ফেরদৌস আলম (৪২), সহ-সভাপতি কামরুজ্জামান উজ্জ্বল (৪২), কলেজ শিক্ষক নাদেরুজ্জামান স্বপন (৪২), রতন পাল (৩২), ছাত্রলীগকর্মী শাহ আলীম (৩২) ও এমপির গাড়িচালক শফিকুল ইসলাম (৪৫)।

জামিনে মুক্তি পাওয়ার পর এ ব্যাপারে সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ওয়ারেসাত হোসেন বেলালের ব্যক্তিগত সহকারী ও উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফেরদৌস আলম ঢাকা টাইমসকে জানান এমপি মহোদয় আমার পিতৃ সমতূল্য। দীর্ঘদিন উনার পাশে থেকে রাজনৈতিক, দলীয় কর্মকাণ্ড সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করেছি। এমপি মহোদয়ের স্ত্রী রওশন হোসেন বেলালও আমার মাতৃতুল্য তিনি কীভাবে মামলায় বর্ণিত ঘটনার এতদিন পর একজন এমপিকে অপহরণের অভিযোগে মামলা দায়ের করেছেন এটা আমার বোধগম্য নয়। অভিযোগে উল্লেখিত অপহরণকালীন সময়ে এমপি মহোদয় বিভিন্ন রাজনৈতিক ও সরকারি প্রোগ্রামে অংশ গ্রহণ করেছেন যেগুলোর সংবাদ বিভিন্ন জাতীয় গণমাধ্যমে প্রকাশ হয়েছে। আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে আমি জানতে চাই অপহৃত ব্যক্তি কি অপহরণকালীন সময়ে কোনো প্রোগ্রামে আসতে পারে ? এমপি মহোদয়কে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্যই এই মামলা। সুষ্ঠু তদন্ত পূর্বক ঘটনার রহস্য উদঘাটন করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণের দাবি জানাই প্রশাসনের কাছে।

পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আসামিরা জামিনে মুক্তি পেলেও মামলাটি তদন্তাধীন রয়েছে।

উল্লেখ্য, ৯ জনের নাম উল্লেখ করে ২৩ আগস্ট বুধবার নেত্রকোণা-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ওয়ারেসাত হোসেন বেলালের (বীর প্রতিক) স্ত্রী রওশন হোসেন পূর্বধলা থানায় অপহরণ মামলা দায়ের করেন যা সারাদেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।

(ঢাকাটাইমস/৩১আগস্ট/এআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :