লালপুরে জমির বিরোধে দুই গ্রামের মানুষের সংঘর্ষ, নারীসহ গুলিবিদ্ধ ৪

নাটোর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ১৮:৩৩
অ- অ+

নাটোরের লালপুরে জমি নিয়ে বিরোধের জেরে দুই গ্রামের মানুষের মধ্যে গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। এ সময় মহিলাসহ ৪ জন গুলিবিদ্ধ হয়েছে।

আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রবিবার সকাল ৬টার দিকে উপজেলার বিলমারিয়া ইউনিয়নের রসুলপুর ও মোহরকয়া গ্রামবাসীর মধ্যে এ গোলাগুলির ঘটনা ঘটে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উজ্জ্বল হোসেন ও এলাকাবাসী জানায়, রসুলপুর গ্রামের রহমত আলীর ছেলে আব্দুর রাজ্জাকের সঙ্গে বাকনাই গ্রামের আবু বকরের একটি জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে রবিবার সকালে আবু বকরের সমর্থকরা অবৈধ অস্ত্রসহ জমিটি দখল করার জন্য রসুলপুরে যায়। এ সময় আব্দুর রাজ্জাকের পক্ষের লোকজন আবু বকরের সমর্থকদের অস্ত্র নিয়ে ধাওয়া দিলে আবু বকরের সমর্থকদের কাছে থাকা অবৈধ শর্টগান দিয়ে এলোপাতাড়ি গুলি চালায়। এতে এক নারীসহ ৪ জন গুলিবিদ্ধ হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসক। আহতরা হল মোহরকয়া গ্রামের আফাজ আলীর ছেলে আসাদ, ফজল আলীর ছেলে বজলুর রহমান, শাহাদাত

আলীর ছেলে আব্দুল হান্নান, আফাজ উদ্দিনের স্ত্রী হাসিনা বেগম। এ

ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং অস্ত্র উদ্ধারসহ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু করা হয়েছে।

ঢাকাটাইমস/৩সেপ্টেম্বর/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের ১২১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন
কেউ যেন ভোটের অধিকার কুক্ষিত করার ষড়যন্ত্র করতে না পারে: তারেক রহমান 
আকাশপথ খুলে দিয়েছে পাকিস্তান
বিএনপির তারুণ্যের সমাবেশে অতিথির আসনে তামিম ইকবাল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা