মিলেছে ছাড়পত্র, আজই বাংলাদেশে মুক্তি পাচ্ছে ‘জাওয়ান’

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর ২০২৩, ১৬:৩০
অ- অ+

বিশ্বব্যাপী বৃহস্পতিবার মুক্তি পেয়েছে শাহরুখ খান অভিনীত ‘জাওয়ান’। বেশ কদিন ধরেই শোনা যাচ্ছিল, একইদিন বাংলাদেশের প্রেক্ষাগৃহেও দেখা যাবে সিনেমাটি। কিন্তু সেন্সর জটিলতার কারণে দেশে সিনেমার মুক্তি অনিশ্চয়তায় পড়ে গিয়েছিল।

তবে কেটে গেছে সেই শঙ্কা। বাংলাদেশ সেন্সর বোর্ড থেকে আনকাট ছাড়পত্র পেয়েছে বলিউডের কিং খান অভিনীত ‘জাওয়ান’। ফলে সিনেমাটি বাংলাদেশে মুক্তিতে আর কোনো বাধা রইল না।

গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন সেন্সর বোর্ডের সদস্য খোরশেদ আলম খসরু। তিনি বলেছেন, ‘সিনেমাটি আনকাট সেন্সর পেয়েছে। এখন মুক্তিতে কোনো বাধা নেই। শিগগিরই কাগজটি হাতে পেয়ে যাবে তারা। যদি আজ মুক্তি দিতে চায়, দিতে পারবে।’

শাহরুখ খানের ‘জওয়ান’ কেমন লাগল? খসরু বলেন, ‘দেখলাম। ভালো লেগেছে। ভালো গল্পের সিনেমা।’

এদিকে সেন্সর পাওয়ার খবর সামাজিক মাধ্যমে জানিয়েছেন আমদানিকারক প্রতিষ্ঠান অ্যাকশন কাটের কর্ণধার অনন্য মামুন। নিজের ফেসবুকে তিনি লিখেছেন, ‘জওয়ান’ আন-কাট সেন্সর। বাংলাদেশে প্রদর্শনে আর কোনো বাধা নেই।

মামুনের ওই পোস্টে সিনেমার মুক্তির বিষয়ে এক নেটিজেন জানতে চেয়েছেন। উত্তরে অনন্য মামুন লিখেছেন, ‘৬টা থেকে শো।’

‘জওয়ান’ নির্মাণ করেছেন অ্যাটলি কুমার। এখানে শাহরুখের বিপরীতে দেখা যাবে দক্ষিণী অভিনেত্রী নয়নতারাকে। এছাড়া আছেন দীপিকা পাড়ুকোন। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন বিজয় সেতুপতি, প্রিয়মণি, সানিয়া মালহোত্রাসহ একঝাঁক তারকা।

(ঢাকাটাইমস/০৭সেপ্টেম্বর/এলএম/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাঙ্গাবালীতে কৃষক লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার
আপিল বিভাগের অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্ত হলেন ৮৬ আইনজীবী
চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রীর মৃত্যু
গাইবান্ধায় আ.লীগের আইনবিষয়ক সম্পাদক গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা