লাবুশেনের ব্যাটে প্রোটিয়াদের হারাল অস্ট্রেলিয়া

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
| আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৩, ১৮:০৭ | প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর ২০২৩, ১৪:২৮

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) ব্লোমফন্টেনে প্রথম ওয়ানডেতে প্রোটিয়াদের ৩ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকার দেওয়া ২২৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৫৮ বল বাকি থাকতেই জয় তুলে নেয় অজিরা। অস্ট্রেলিয়ার হয়ে ৮০ রানের ম্যাচসেরা ইনিংস খেলেন বদলি হিসেবে নামা মার্নাস লাবুশেন।

২২৩ রানের লক্ষ্য খুব বড় না হলেও সেই লক্ষ্যকে যেন পাহাড়সম করে তুলেছিল প্রোটিয়া বোলাররা। ফলাফল হিসেবে ১৬.৩ ওভারে ১১৩ রানে ৭ উইকেট হারিয়ে বসে অজিরা। দলীয় ৩৮ রানে কাগিসো রাবাদার বলে মাথায় চোট পান ক্যামেরুন গ্রিন।

এরপরে গ্রিন মাঠের বাইরে চলে গেলে কানকাশন বদলি হিসেবে নামেন লাবুশেন যিনি শুরুর একাদশেই ছিলেন না। অষ্টম উইকেটে লাবুশেন ও অ্যাস্টন অ্যাগার মিলে গড়েন ১১২ রানের অপরাজিত জুটি। ৯৩ বলে ৮ চারের মারে ৮০ রানে অপরাজিত থাকেন লাবুশেন। ৬৯ বলে ৩ চার ও ১ ছক্কায় ৪৮ রান করেন অ্যাগার।

অপরদিকে দক্ষিণ আফ্রিকার ইনিংসে একাই লড়েছেন অধিনায়ক টেম্বা বাভুমা। ২২২ রানের ইনিংসে অর্ধেক রানই আসে বাভুমার ব্যাট থেকে। দলীয় ১০০ রানে ৫ উইকেট পড়ার পর মার্কো ইয়ানসেনকে নিয়ে ৫৭ রানের জুটি গড়ে তুলেন বাভুমা। শেষ পর্যন্ত ১৪২ বলে ১৪টি চার ও এক ছয়ের মারে ১১৪ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন প্রোটিয়া অধিনায়ক। দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৩২ রান করেন মার্কো ইয়ানসেন।

অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন জশ হ্যাজেলউড। ২ উইকেট নিয়েছেন মার্কাস স্টয়নিস। প্রোটিয়া বোলারদের মধ্যে ২টি করে উইকেট নিয়েছেন কাগিসো রাবাদা ও জেরাল্ড কোয়েতজি।

(ঢাকাটাইমস/০৮সেপ্টেম্বর/এসআই/এমএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

বিশ্বকাপে বাংলাদেশের প্রাথমিক লক্ষ্য গ্রুপ পর্ব পার করা: হাথুরু

বাংলাদেশি পেসারকে নিজেদের দলে নিতে চান ভারতীয় অধিনায়ক

বিশ্বকাপের ফটোসেশন সারলেন শান্ত-সাকিবরা

বিকালে শান্ত-সাকিবদের সঙ্গে সাক্ষাৎ করবেন ডোনাল্ড লু

৪২ বছর পর চ্যাম্পিয়নস লিগে ফিরল অ্যাস্টন ভিলা

পাঁচ বছরের চুক্তিতে রিয়াল মাদ্রিদে যাচ্ছেন এমবাপ্পে, দাবি লা লিগা সভাপতির

টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বেশি আসর খেলার রেকর্ড সাকিব-রোহিত শর্মার

বিশ্বকাপ স্কোয়াডে সাইফউদ্দিনকে না রাখায় অবাক হয়েছি: কোচ নাজমুল আবেদীন

বিশ্বকাপে সহ-অধিনায়ক হিসেবে যাচ্ছেন তাসকিন আহমেদ 

বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা: থাকছেন তাসকিন বাদ সাইফউদ্দিন 

এই বিভাগের সব খবর

শিরোনাম :