ঢাকায় মঞ্চ মাতাতে আসছেন দর্শন রাভাল

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর ২০২৩, ১৫:৩৫| আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৩, ১৬:৪২
অ- অ+

ঢাকার মঞ্চ মাতাতে প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন বলিউডের জনপ্রিয় গায়ক, সুরকার এবং গীতিকার দর্শন রাভাল। আগামী ১৪ সেপ্টম্বর ঢাকার বসুন্ধরা কনভেনশন সেন্টারে বসবে দর্শনের গানের আসর 'লেটস ভাইব উইথ দার্শন রাভাল লাইভ ইন ঢাকা'।

প্রতিবেশি দেশের ব্যাপক জনপ্রিয় এই গায়ককে নিয়ে কনসার্টটি আয়োজন করেছে টোয়েন্টি টু ইভেন্টস। তাদের সঙ্গে কনসার্টটির আয়োজনে আছে দর্শন রাভালের কোম্পানি ই-পজিটিভ।

কনসার্টের আয়োজক প্রতিষ্ঠান ‘টোয়েন্টি২ ইভেন্টস লিমিটেড’ কর্তৃপক্ষ জানিয়েছেন, আগামী ১৪ সেপ্টেম্বর বসুন্ধরা আইসিসিবি হল ৪-এ ‘লেটস ভাইব উইথ দর্শন রাভাল লাইভ ইন ঢাকা’ শিরোনামে কনসার্টে অংশগ্রহণ করবেন দর্শন। দর্শনের সঙ্গে বাংলাদেশের জনপ্রিয় শিল্পী তানভির ইভানকেও গাইতে দেখা যাবে।

এদিকে সম্প্রতি কনসার্টটির টিকিট বিক্রি শুরু হয়েছে। এর মধ্যে ভিভিআইপি ক্যাটাগরির টিকিটের দাম নির্ধারণ করা হয়েছিল ১০ হাজার টাকা; যা ইতোপূর্বে সোল্ডআউট হয়ে গেছে। বাকি রয়েছে আর চারটি ক্যাটাগরি। এর মধ্যে ব্লু জোনের টিকিটমূল্য সাড়ে পাঁচ হাজার টাকা, সিটিং ভিআইপি সাড়ে চার হাজার, স্প্রিড লাভ জোনে তিন হাজার এবং সাধারণ ক্যাটাগরির টিকিটের দাম দুই হাজার টাকা। টিকিট সংগ্রহ করা যাচ্ছে টিকিফাই (www.tickify.live) নামের ওয়েবসাইট থেকে।

দর্শনের উপস্থিতিতে আগামী ১৩ সেপ্টেম্বর সংবাদ সম্মেলনের মাধ্যমে কনসার্টের বিস্তারিত তুলে ধরা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

উল্লেখ্য, ২০১৪ সালে মিউজিক্যাল রিয়েলিটি শো ‘ইন্ডিয়াস র স্টার’র মাধ্যমে খ্যাতি অর্জন করেন দর্শন রাভাল। ওই শোর দৌলতেই জনপ্রিয়তা পান দর্শন। হিন্দি, গুজরাটি, পাঞ্জাবি এবং বাংলা সহ একাধিক ভাষায় গান গেয়েছেন তিনি। ইতিমধ্যেই বহুমুখী শিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন দর্শন।

১৯৯৪ সালে গুজরাটে জন্ম দর্শন রাভালের। বলিউডের বেশ কিছু সিনেমায় ক্যামিওর ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে। এছাড়াও ‘মেরি পেহ্লি মহব্বত’, ‘আভে নাভরাত্রি’, ‘ইয়ে বারিষ’, ‘তেরা জিকির’, ‘বেখুদি’, ‘কামারিয়া’ সহ একাধিক গানের জন্য জনপ্রিয়তা পেয়েছেন সুদর্শন এই শিল্পী।

(ঢাকাটাইমস/৮সেপ্টেম্বর/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা ৪১ ডিগ্রি, ভ্যাপসা গরমে হাঁসফাঁস 
সরাইলে আমগাছ থেকে পড়ে ব্যবসায়ীর মৃত্যু 
আ.লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ ব্লকের ঘোষণা এনসিপির
রাঙ্গাবালীতে কৃষক লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা