তাড়াশে অগ্নিকাণ্ডে কৃষকের বাড়ি পুড়ে ছাই, ৫ লক্ষ টাকার ক্ষতি

সিরাজগঞ্জের তাড়াশে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডে আবদুল হামিদ নামের এক কৃষকের বসতঘর, নগদ ২ লক্ষ টাকা, ঘরের রাখা রসুন, চাল ও আসবাবপত্রসহ প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
রবিবার বিকালে উপজেলার মাগুড়াবিনোদ ইউনিয়নের নাদো সৈয়দপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাতে মাগুড়া বিনোদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এম আতিকুল ইসলাম বুলবুল জানান, বিকালে কৃষক আব্দুল হামিদের বসতঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। এ সময় আগুনের লেলিহান শিখা দেখে স্থানীয়রা এগিয়ে এসে প্রায় ১ ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুল হামিদ জানান, আমার বাড়িতে আগুনের ঘটনায় ঘরের আলমারিতে রাখা নগদ ২ লক্ষ টাকা, রসুন, চাল ও বসতঘরসহ যাবতীয় আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গিয়েছে। এতে আমি সর্বশান্ত হয়ে গিয়েছি।
(ঢাকাটাইমস/১০ সেপ্টেম্বর/ইএইচ)

মন্তব্য করুন