দুই কিলোমিটার জুড়ে বিসিসির অবৈধ প্লট বাণিজ্যের বিরুদ্ধে মানববন্ধন
বরিশাল সিটি করপোরেশনের হাউজিং প্রকল্পে প্লট বরাদ্দ নিয়ে অনিয়ম আর দুর্নীতির অভিযোগ উঠেছে। বুধবার সকালে দুই কিলোমিটার জুড়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে কাউনিয়া এলাকার ২টি ওয়ার্ডের বাসিন্দারা।
দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে বরাদ্দ করা প্লট বাতিল করে তা লটারির মাধ্যমে নিশ্চিত করে প্রকৃত স্থানীয় ভূমি মালিকদের বুঝিয়ে দেয়াসহ ৯ দফা দাবি তুলে ধরেছেন ভুক্তোভোগিরা। তবে সিটি করপোরেশনের দাবি হাউজিং প্রকল্পে কোন অনিয়ম হয়নি।
দুর্নীতি আর অনিয়মের মাধ্যমে প্লট বরাদ্দ দিয়েছে বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। এমন অভিযোগ এনে নগরীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে ১ ও ৩ নং ওয়ার্ডের বাসিন্দারা। সকাল ১০ থেকে ১১টা পর্যন্ত এই মানববন্ধন চলে।
তাদের অভিযোগ, কাউনিয়া হাউজিং প্রকল্প ২ এর প্লট বরাদ্দের নামে টাকা আত্মসাৎ ও মাস্টার প্লান না করেই মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ নিজের অনুসারীদের নামে প্লট বরাদ্দ দিয়েছে। সাংবাদিক পরিচয়ধারী ১১ জনও প্রভাব খাটিয়ে অবৈধভাবে নিয়েছেন প্লট। এর প্রতিবাদে দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে বরাদ্দ করা প্লট বাতিল করে তা লটারির মাধ্যমে নিশ্চিত করে প্রকৃত স্থানীয় ভূমি মালিকদের বুঝিয়ে দেয়া সহ ৯ দফা দাবি তুলে ধরেন তারা।
এদিকে প্রকল্পে নানা অনিয়মের কথা জানান খোদ কাউন্সিলরও। বার বার অনুরোধের পরও মাস্টার প্লান আর লটারি ছাড়াই মেয়র নিজের লোকজনকে প্লট বরাদ্দ দিয়েছে বলেও অভিযোগ করা হয়।
১নং ওয়ার্ডের কাউন্সিলর আমির হোসেন বিশ্বাস বলেন, কোনো ধরনের নিয়মনীতির তোয়াক্কা না করেই প্লট বাণিজ্যে করেন মেয়র সাদিক।
তবে মেয়র সাদিক আব্দুল্লাহর বক্তব্য না পাওয়া গেলেও নগর ভবনের পরিকল্পনাবীদের দাবি কোথাও কোনো অনিয়ম হয়নি।
বরিশাল সিটি করপোরেশনের প্রধান পরিকল্পনা কর্মকর্তা সানজিদ হোসেন বলেন, সিটি করপোরেশনের এই হাউজিং প্রকল্পের বিরুদ্ধে গত ২৯ আগষ্ট ৩ মাসের স্থগিত আদেশপ্রদান করে হাইকোর্ট। এখন পর্যন্ত এ প্রকল্পে প্রায় ২ শতাধিক প্লট বরাদ্দ দেয়া হয়েছে বলে জানা গেছে।(ঢাকা টাইমস/১৩সেপ্টেম্বর/এসএ)