নারী কেলেঙ্কারিতে জড়িত সেই জেলারকে স্ট্যান্ড রিলিজ

কারাবন্দী স্বামীর সঙ্গে সাক্ষাৎ করিয়ে দেওয়ার বিনিময়ে নারী দর্শনার্থীকে রাত কাটানোর প্রস্তাব দেয়ার অভিযোগে ঝালকাঠি জেলা কারাগারের কারাধ্যক্ষ (জেলার) আক্তার হোসেন শেখকে স্ট্যান্ড রিলিজ করে বরিশাল কারা উপ মহাপরিদর্শকের দপ্তরে সংযুক্ত করা হয়েছে।
মঙ্গলবার কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল এএসএম আনিসুল হক স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে তাকে স্ট্যান্ড রিলিজ করা হয়।
চিঠিতে লেখা হয়েছে ‘পুনরাদেশ না পাওয়া পর্যন্ত নিম্নে বর্ণিত কর্মকর্তাকে (জেলার আক্তার হোসেন শেখ) প্রশাসনিক কারণে তার নামে পার্শ্বে উল্লেখিত কর্মস্থলে সংযুক্ত করা হলো। তাকে তাৎক্ষনিক সংযুক্তকৃত কর্মস্থলে যোগদানের নির্দেশ দিতে বলা হলো।
বুধবার বিকালে ঝালকাঠির কারা তত্ত্বাবধায়ক (জেল সুপার) মিলন চাকমা বিষয়টি নিশ্চিত করে বলেন, জেলারকে স্ট্যান্ড রিলিজ করে ঝালকাঠি থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
(ঢাকাটাইমস/১৩ সেপ্টেম্বর/ইএইচ)

মন্তব্য করুন