বরিশালের বাবুগঞ্জে আগুনে বসতঘর পুড়ে ছাই

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ১৪:৫০| আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ১৫:১১
অ- অ+
আগুনে পোড়া বসতঘর

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় আগুনে বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় তিন লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগী পরিবারের দাবি।

বুধবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার রহমতপুর ইউনিয়নের পশ্চিম রহমতপুর এলাকায় এই আগুনের ঘটনা ঘটে।

ঘটনাস্থল পরিদর্শন করেছে এয়ারপোর্ট থানা পুলিশ।

বাবুগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন লিডার আব্দুল মালেক বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা সাড়ে ৮টার দিকে খবর পেয়ে ৮টা ৪৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করি। দুটি ইউনিটের প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। আগুনে প্রায় ২-৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ১০ লক্ষাধিক টাকার সম্পদ রক্ষা করতে সক্ষম হয়েছি।

ভুক্তভোগী পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলার রহমতপুর ইউনিয়নের পশ্চিম রহমতপুর গ্রামের শহিদুল ইসলাম মুন্সির বসতঘরে আগুনের সূত্রপাত ঘটে। সেখানে আগুন মূহুর্তের মধ্যে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে বাবুগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে ১ ঘণ্টার চেষ্টা চালিয়ে এলাকাবাসীর সহযোগিতায় আগুন নেভাতে সক্ষম হন। কিন্তু এর আগেই কাঠের বসতঘরটি পুড়ে ছাই হয়ে যায়।

ঘরের মালিক কাউন্টার ব্যবসায়ী শহিদুল ইসলাম মুন্সি বলেন, আমার ঘরে আগুনের ঘটনা ঘটানো হয়েছে। এর আগে আমার বড় ভাই চান মুন্সির ঘরে ও ছোট ভাই রেজিবি মুন্সির ঘরে আগুনের ঘটনা ঘটানো হয়। বারবার এই আগুন এমনিতে হতে পারে না। চক্রটি এমন সময় বেঁচে নেয়, যখন ঘরে কেউ থাকে না।

(ঢাকা টাইমস/১৪সেপ্টেম্বর/প্রতিনিধি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জরুরি বৈঠকে উপদেষ্টা পরিষদ
কোকোর কবর জিয়ারত করলেন ডা. জুবাইদা রহমান
পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের ১২১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন
যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা জানাল ভারত ও পাকিস্তান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা