লিবিয়ায় ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা ২০ হাজার ছাড়াতে পারে

লিবিয়ায় বিপর্যয়কর বন্যায় হাজার হাজার লোকের মৃত্যু হয়েছে। আশঙ্কা করা হচ্ছে মৃতের সংখ্যা ২০ হাজার ছাড়াতে পারে। এখনো নিখোঁজ রয়েছে কয়েক হাজার মানুষ।
দেরনার মেয়র আব্দুলমেনাম আল-গাইথি সৌদি মালিকানাধীন আল আরাবিয়া টেলিভিশনকে জানান, বন্যায় ধ্বংস হওয়া জেলার সংখ্যার ভিত্তিতে শহরে মৃতের আনুমানিক সংখ্যা ১৮ হাজার থেকে ২০ হাজার এর মধ্যে পৌঁছতে পারে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লেফটেন্যান্ট তারেক আল-খারজ বুধবার এএফপি বার্তা সংস্থাকে জানায়, ভূমধ্যসাগরের উপকূলীয় এই শহরে এ পর্যন্ত তিন হাজার ৮৪০ জন বন্যায় মারা গেছে, যার মধ্যে তিন হাজার ১৯০ জনকে ইতিমধ্যে সমাহিত করা হয়েছে। নিহতদের মধ্যে কমপক্ষে ৪০০ বিদেশি নাগরিক ছিল, যাদের বেশিরভাগই সুদান এবং মিশর থেকে এসেছে।
রবিবার ঝড় ড্যানিয়েলের কারণে বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ শহর দেরনা। ঘূর্ণিঝড় ড্যানিয়েলের তাণ্ডবে প্রলয়ংকরী বন্যায় লন্ডভন্ড হয়ে গেছে ল-বায়দা, আল-মার্জ, তোবরুক, বাতাহ, বেনগাজি শহর। সবচেয়ে ভয়াবহ অবস্থা হয় দেরনার। শহরটির এক-চতুর্থাংশ নিশ্চহ্ন হয়ে গেছে।
প্রবল বৃষ্টি এবং হড়পা বানে প্রথমে একটি বাঁধ ভাঙে দেরনা নদীর। তারপর এর পানির চাপে ভেঙে যায় আরও দুটি নদীর বাঁধ। বাঁধে জমা পানি সুনামির মতো বয়ে যায় শহরের ওপর দিয়ে। ভাসিয়ে নিয়ে যায় শহরের বাড়িঘর। বন্যার পানিতে ভাসতে দেখা গেছে বাস, ট্রাক, গাড়ি এবং মৃত দেহ। হাজার হাজার লোক এখনও নিখোঁজ রয়েছে। উদ্ধারকারীরা দেরনাতে যাওয়ার জন্য লড়াই করছে। বিধ্বস্ত লিবিয়ান শহর দেরনার উদ্ধারকর্মীরা মৃতদেহ রাখতে আরও বডি ব্যাগের জন্য আবেদন করছে।
দেরনার বাসিন্দা মাহমুদ আব্দুল করিম আল-জাজিরার এক সাংবাদিককে জানান, বাঁধ ধসের পর তাদের ভবনের প্রথম তলার অ্যাপার্টমেন্ট থেকে সময়মতো সরতে ব্যর্থ হওয়ায় তিনি তার মা ও ভাইকে হারিয়েছেন। তারা যখন বাসা থেকে রাস্তায় বের হয়, বন্যার পানি তাদেরকে ভাসিয়ে নিয়ে যায়। দেরনার বাসিন্দারা নিখোঁজ আত্মীয়দের জন্য মরিয়া হয়ে অনুসন্ধান করছে।
জাতিসংঘ বলছে, দেরনায় অন্তত ৩০ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছে। জাতিসংঘ লিবিয়ায় দূষিত পানি পান করা থেকে রোগ সৃষ্টির ঝুঁকি নিয়ে সতর্ক করেছে। বেঁচে থাকাদের জন্য ১০ মিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে আন্তর্জাতিক সংস্থাটি।
(ঢাকাটাইমস/১৪সেপ্টেম্বর/জেডএএ/কেএম)

মন্তব্য করুন