সাইবার নিরাপত্তা আইনের সমালোচনা করে যা বলল যুক্তরাষ্ট্র

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ২২:৫৬
অ- অ+

সদ্য পাস হওয়া সাইবার নিরাপত্তা আইনের সমালোচনা করে এর প্রয়োগ ও অপব্যবহারের সুযোগ নিয়ে উদ্বেগ জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

বৃহস্পতিবার এক বিবৃতিতে ঢাকার মার্কিন দূতাবাস এই উদ্বেগ জানিয়ে বলেছে, এটি আগের ডিজিটাল নিরাপত্তা আইনের মতোই।

বিবৃতিতে বলা হয়, ‘যুক্তরাষ্ট্র বাংলাদেশের সংসদে নতুন সাইবার নিরাপত্তা আইন (সিএসএস) পাসের বিষয়টি লক্ষ্য করেছে। আমরা মনে করি এটি দুঃখজনক যে, নতুন আইনটির আন্তর্জাতিক মানদণ্ড নিশ্চিতে বাংলাদেশ সরকার অংশীজনদের এটি পর্যালোচনা এবং তাদের মতামত অন্তর্ভুক্ত করার পর্যাপ্ত সুযোগ দেয়নি। দুর্ভাগ্যবশত, সাইবার নিরাপত্তা আইন অনেক দিক দিয়েই এর আগের ডিজিটাল নিরাপত্তা আইনের মতোই।’

এই আইনেও মত প্রকাশের স্বাধীনতাকে অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে জানিয়ে মার্কিন দূতাবাসের বিবৃতিতে আরও বলা হয়, এতে জামিন অযোগ্য ধারা বহাল রাখা হয়েছে এবং সমালোচকদের গ্রেপ্তার, আটক ও কণ্ঠরোধ করতে খুব সহজেই এই আইনের অপব্যবহার হতে পারে।

বিনা পরোয়ানায় গ্রেপ্তারের বিধান রেখে বুধবার জাতীয় সংসদে পাস হয়েছে সাইবার নিরাপত্তা বিল-২০২৩। এই আইনের পক্ষে বক্তব্য রেখে সংসদে তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, চিন্তা ও মতপ্রকাশের স্বাধীনতা সংবিধান স্বীকৃত হলেও অবারিত নয়। স্বাধীনতা মানে কিন্তু অন্যের অধিকার ক্ষুণ্ণ করা নয়। আপনার স্বাধীনতা মানে যা ইচ্ছে তা বলা নয়। অন্যকে অসম্মান করা নয়। নারীকে অশ্লীল কথা বলা নয়। এসব বিষয় নিশ্চিতকরণের কোনো বিকল্প নেই।

আরও পড়ুন> যা আছে সাইবার নিরাপত্তা আইনে

প্রতিমন্ত্রী আরও বলেন, আইনটির প্রয়োজনীয়তা নিয়ে বিরোধী সদস্যরা একমত পোষণ করছেন। স্বচ্ছতা, জবাবহিদিতা ও নিরাপদ স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে সাইবার নিরাপত্তা আইনের বিকল্প নেই।

ঢাকাটাইমস/১৪সেপ্টেম্বর/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জরুরি বৈঠকে উপদেষ্টা পরিষদ
কোকোর কবর জিয়ারত করলেন ডা. জুবাইদা রহমান
পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের ১২১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন
যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা জানাল ভারত ও পাকিস্তান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা