চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ-ভারত আমদানি রপ্তানিকারকের যৌথ আলোচনা সভা

চাঁপাইনবাবাগঞ্জ প্রতিনিধি, ঢাকা টাইমস
| আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ১৫:৫৮ | প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ১৫:৪৬

চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ-ভারত আমদানি-রপ্তানিকারকদের যৌথ আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে স্থলবন্দরে সোনামসজিদ আমদানি ও রপ্তানিকারক গ্রুপের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হায়াতের সভাপতিত্বে আলোচনা ও মতবিনিময় সভায় বক্তব্য দেন ভারতীয় সহকারী হাইকমিশনার শ্রী মনোজ কুমার, ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া, সোনামসজিদ স্থল বন্দরের ডেপুটি কমিশনার প্রভাত কুমার সিংক, সোনামসজিদ আমদানি ও রপ্তানীকারক গ্রুপের সভাপতি কাজী সাহাবুদ্দীন, সাধারণ সম্পাদক মামুন উর রশীদ, মহদীপুর এক্সপোট অ্যাসোসিয়েশনের কার্যকরী সভাপতি ফজলুর রহমানসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, দুই দেশের আমদানি-রপ্তানি যাতে সহজীকরন হয় সেদিকে লক্ষ্য রাখবেন দুই দেশের সরকার। বাংলাদেশ ভারতের মধ্যে ব্যবসা বাণিজ্য আরো মজবুত হবে। বিভিন্ন ধরনের সমস্যা তুলে ধরে সমস্যার সমাধান করা হবে এবং আগামীতে ভারত থেকে আরো বেশি ট্রাক সোনামসজিদ স্থলবন্দরে প্রবেশ করবে।

যৌথ আলোচনা ও মতবিনিময় সভায় দুই দেশের প্রায় ১০০ জন আমদানি ও রপ্তানি কারক অংশগ্রহণ করেন।

(ঢাকা টাইমস/১৮সেপ্টেম্বর/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :