রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের জমি অধিগ্রহণকৃত ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে চেক বিতরণ

পাবনা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর ২০২৩, ২২:২০
অ- অ+

পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের আরএনপিপি অধিগ্রহণকৃত জমির ফসলের ক্ষতিপূরণ পেয়েছেন প্রকল্প এলাকার কৃষকরা।

মঙ্গলবার ঈশ্বরদী উপজেলা পরিষদ মিলনায়তনে ক্ষতিগ্রস্থ ৬১ জন কৃষকের হাতে ক্ষতিপূরণের অনুদান বাবদ ৪ কোটি ৫৭ লক্ষ ৪২ হাজার ১৩০ টাকার চেক হস্তান্তর করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আসাদুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাশ, সহকারী কমিশনার টিএম রাহসিন কবীর, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলি, উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ ক্ষতিগ্রস্থ কৃষক।

চেক বিতরণ শেষে বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর স্থানীয় সরকার দিবস উপলক্ষে তিন দিনব্যাপী উন্নয়ন মেলার স্টল ঘুরে দেখেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস, পৌর মেয়র ইছাহক আলী মালিথাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী।

(ঢাকাটাইমস/১৯ সেপ্টেম্বর/ইএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টয়োটার ব্যবসা হারাচ্ছে নাভানা?
সারজিস বনাম নওশাদ: ভোটে কার পাল্লা ভারি?
মনোহরদীতে চাঁদাবাজি করতে গিয়ে ছাত্রদল নেতা গণধোলাইয়ের শিকার
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদও জয় করব: নাহিদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা