উদ্বোধনের অপেক্ষায় গোপালগঞ্জ শেখ সায়েরা খাতুন নার্সিং কলেজ

গোপালগঞ্জে ১৩ লাখ মানুষের স্বাস্থ্যসেবার জন্য শেখ সাহেরা খাতুন মেডিকেল কলেজ ও হাসপাতাল নির্মাণ করা হয়। এর সঙ্গে কিছুদিনের মধ্যেই যোগ হতে যাচ্ছে গোপালগঞ্জ সায়েরা খাতুন নার্সিং কলেজ।
এর প্রথমে ভিত্তি প্রস্তুর করা হয় ২০১৮ সালে। কাজও দ্রুত শুরু হয়। হঠাৎ করে নির্মাণ প্রতিষ্ঠানের ঠিকাদার মৃত্যু বরন করলে কাজ বন্ধ হয়ে যায়। পরে নতুন টেন্ডার করে ২০২২ সালে দ্বিতীয় মেয়াদে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর প্রায় ৬ একর জমির ওপরে ২৪ কোটি ৬৮ লাখ টাকা ব্যয়ে এ কলেজের নির্মাণ কাজ শুরু করে। এখন এর উদ্বোধন শুধু সময়ের অপেক্ষা।
এ নার্সিং কলেজটি চালু হলে কর্মরত নার্সদের পাশাপাশি শিক্ষানোবিশ নার্সদের সেবাও পাবেন রোগীরা। অন্যদিকে শিক্ষাগত যোগ্যতা থাকা সত্ত্বেও পরিবারের আর্থিক সঙ্গতি না থাকায় যাদের পক্ষে ঢাকায় গিয়ে নার্সিং পড়া সম্ভব হতো না, তারা এখন সরকারি খরচেই বিএসসি নার্সিং পড়ার সুযোগ পাবেন। এরই মধ্যে কলেজের ৯টি ভবনের কাজ শেষ হয়েছে। কিছুদিনের মধ্যে নির্মাণকারী প্রতিষ্ঠান কাজটি হস্তান্তর করবে বলে জানান কর্মকর্তারা।
মেডিকেল কলেজের সীমানার ভেতরেই নির্মাণ করা হয়েছে কলেজের বিভিন্ন ভবন। প্রতি সেশনে ১২০ জন করে শিক্ষার্থী শিক্ষা লাভের সুযোগ পাবে। এখানে এক সাথে ৩৬০ জন শিক্ষার্থী আবাসিকভাবে অবস্থান করে শিক্ষা গ্রহণ করবে।
শেখ সায়েরা খাতুন নাসিং কলেজ ভবন নির্মাণকারী প্রতিষ্ঠান মেসার্স শরীফ সন্স অ্যান্ড জেবি এর কর্মকর্তা সৈয়দ গোলাম মোস্তফা টিটু বলেন, এরই মধ্যে এ কলেজের চারতলা একাডেমিক ভবনসহ ৯টি ভবনের কাজ সম্পূর্ণ শেষ হয়েছে। কর্তৃপক্ষ ইচ্ছা করলেই এখন ভবনগুলো বুঝে নিয়ে উদ্বোধন করতে পারেন।
সবকিছু মিলিয়ে নার্সিং কলেজটি চালু হলে স্বাস্থ্যসেবায় আমূল পরিবর্তন ঘটবে। তাই দ্রুত ভবনগুলো উদ্বোধন করে কার্যক্রম শুরু হবে এমনটা আশা করছেন স্থানীয়রা।
(ঢাকা টাইমস/২০সেপ্টেম্বর/এসএ)
সংবাদটি শেয়ার করুন
বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
বাংলাদেশ এর সর্বশেষ

আব্দুর রহমানের বার্ষিক আয় ২৮ লাখ টাকা

টেকনাফে রাস্তা নির্মাণ নিয়ে দ্বন্দ্ব, ইটের আঘাতে বৃদ্ধকে হত্যা

১০ বছরে অর্থ সম্পদে ফুলেফেঁপে উঠেছেন এমপি জিন্নাহ

মেঘনায় নিয়মনীতির তোয়াক্কা না করেই বহুতল ভবন নির্মাণের অভিযোগ

লক্ষ্মীপুরে দুর্নীতিবিরোধী দিবস উদযাপন

দিনাজপুরে শিক্ষক নিয়োগ পরীক্ষায় আটক ১৮ জনের বিরুদ্ধে ৮ মামলা

জগন্নাথপুর হানাদারমুক্ত দিবস আজ

চট্টগ্রামের কালুরঘাটে জুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

মুন্সীগঞ্জে আবাসিক ভবনে বিস্ফোরণ, একই পরিবারের চারজন দগ্ধ
