ট্রলার ডুবে তিন দিন সাগরে ভাসছিলেন ২৯ জেলে, ৯৯৯-এ ফোন পেয়ে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২১ সেপ্টেম্বর ২০২৩, ১৭:৪০
অ- অ+
ফাইল ছবি

চট্টগ্রাশের বাঁশখালী থেকে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ট্রলার ডুবে তিন দিন ধরে ভাসছিলেন ২৯ জেলে। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে পটুয়াখালীর মায়ারচর এলাকা থেকে তাদের উদ্ধার করেছে কোস্টগার্ড।

বৃহস্পতিবার জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা আনোয়ার সাত্তার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ১৫ সেপ্টেম্বর রাত ১১টার দিকে বাঁশখালী শেখের খাল বাজার থেকে মাছ ধরার জন্য ফিশিং ট্রলার 'রহমত ই ইলাহী' নিয়ে ২৯ জন জেলে পটুয়াখালীর মায়ার চর এলাকায় বঙ্গোপসাগরে যান। দুই দিন পর ১৭ সেপ্টেম্বর দিবাগত রাত একটার সময় ইঞ্জিন বিকল হয়ে উত্তাল সমুদ্রে ভাসতে থাকে ট্রলারটি। পরেরদিন চর তুফানিয়া এলাকায় ট্রলারটি ডুবে যায়। এসময় জেলেরা লাইফ জ্যাকেট ও বয়া নিয়ে সাগরে ভাসতে থাকেন।

এদিকে ২০ সেপ্টেম্বর বেলা ১২টার দিকে ৯৯৯ নম্বরে জেলেদের উদ্ধারে সহায়তা চেয়ে ফোন আসে। এরপরই সিকিউরিটি স্টেশান আন্ধারমানিক, বিসিজি স্টেশান নিজামপুর এবং বিসিজি আউটপোস্ট রাঙ্গাবালী যৌথ এসএসআর অপারেশান চালায়।

সমুদ্র উত্তাল এবং আবহাওয়া খারাপ থাকা সত্ত্বেও বাংলাদেশ কোস্ট গার্ড উদ্ধারকারী দল ও অপর একটি মাছধরা ট্রলার বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুর দুইটার দিকে ২৯ জেলেকে উদ্ধার করতে সক্ষম হয়।

জেলেদের প্রাথমিক চিকিৎসা এবং খাবার দেওয়া হয়েছে। বর্তমানে সবাই সুস্থ অবস্থায় রয়েছেন। তাদেরকে বোট মালিকের কাছে গলাচিপায় হস্তান্তর করা হয়েছে।

ঢাকাটাইমস/২১সেপ্টেম্বর/এএ/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জবিতে পূর্ণাঙ্গ শাটডাউনের হুঁশিয়ারি শিক্ষক-শিক্ষার্থী সমাবেশে
চুয়াডাঙ্গায় ষষ্ঠ শ্রেণীর ছাত্রকে হাঁসুয়া দিয়ে হত্যা
১১৫ শতাংশ শুল্ক কমাতে সম্মত চীন ও যুক্তরাষ্ট্র
বাংলাদেশ-নেপাল-ভুটান-সেভেন সিস্টার্সের মধ্যে সমন্বিত অর্থনৈতিক কৌশলের আহ্বান প্রধান উপদেষ্টার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা