বাড্ডা জোনের এসির দায়িত্বে রাজন
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বাড্ডা জোনের সহকারী কমিশনার হিসেবে যোগদান করেছেন রাজন কুমার সাহা। বৃহস্পতিবার দুপুরে রাজন কুমার সাহা ঢাকাটাইমসকে এ তথ্য নিশ্চিত করেন।এর আগে তিনি ডিএমপির তেজগাঁও গোয়েন্দা বিভাগের সহকারী কমিশনারের দায়িত্ব পালন করেছেন।
গত ১৮ সেপ্টেম্বর ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত একটি অফিস আদেশে রাজন কুমার সাহাসহ সাত কর্মকর্তাকে বদলি করা হয়। এদের মধ্যে দুইজন উপ কমিশনার (ডিসি), তিনজন অতিরিক্ত উপ কমিশনার (এডিসি) এবং দুইজন সহকারী কমিশনার (এসি) পদ মর্যদার কর্মকর্তা রয়েছেন।
রাজন কুমার সাহা ৩৬তম বিসিএসের বাংলাদেশ পুলিশ ক্যাডারে যোগদান করেন। তিনি ১৯৯১ সালের ১৪ সেপ্টেম্বর রাজবাড়ী জেলায় জন্মগ্রহণ করেন। রাজন সাহা রতনদিয়া রজনীকান্ত সরকারি মডেল উচ্চবিদ্যালয় থেকে এসএসসি, রাজবাড়ী সরকারি কলেজ থেকে এইচএসসি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আইআইটি বিষয়ে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।
রাজন ৩৬তম বিসিএস ক্যাডার অ্যাসোসিয়েশন ও পুলিশ ক্যাডার অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন। ২০২০ সালে দেশে করোনা মহামারিতে তিনি প্রশংসনীয় ভূমিকা পালন করেন।
(ঢাকাটাইমস/২১সেপ্টেম্বর/এএ)