মাদারগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেই বিদ্যুৎ, মোবাইলের আলো দিয়ে সেবা প্রদান

জামালপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ সেপ্টেম্বর ২০২৩, ২১:২৪
অ- অ+

জামালপুরের মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিদ্যুৎ না থাকায় মোবাইলের আলো জ্বালিয়ে দেয়া হচ্ছে রোগীদের চিকিৎসা সেবা।

সরেজমিনে ঘুরে দেখা যায়, মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে মোবাইলের আলো জ্বালিয়ে রোগী দেখছেন জরুরি বিভাগের কর্মরত চিকিৎসক ডা. জাহিদুর রহমান।

তিনি বলেন, গতরাত থেকে বিদুৎ নেই, বিদ্যুৎ না থাকায় সেবা নিতে আসা সেবা প্রার্থীদের সেবা প্রদান করতে হিমশিম খেতে হচ্ছে। পাশাপাশি অন্ধকার থাকায় মশার উপদ্রপ বেড়েছে।

অপর দিকে দুদিন ধরে বিদ্যুৎ না থাকায় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রোগীদের মাঝে দেখা দিয়েছে নানা সমস্যা।

ভর্তি রোগীদের স্বজন উপজেলা তারতাপাড়া এলাকার আয়েশা বেগম বলেন, দুইদিন ধরে বিদ্যুৎ না থাকায় অন্ধকারে মোবাইলের লাইট জ্বালিয়ে অন্ধকার দুর করার চেষ্টা করছি সামান্য অন্ধকার দুর হলেও দেখা দিয়েছে মশার উপদ্রপ। অপরদিকে অতিরিক্ত গরমে রোগীরা অস্বস্তি বোধ করছেন।

দুদিন বিদ্যুৎ না থাকায় ক্ষোভ প্রকাশ করে ভর্তি রোগী উপজেলার পুর্বপাড়ার বাসিন্দা রাব্বি বলেন, আমি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সাতদিন আগে হাসপাতালে ভর্তি হয়েছি। দুইদিন ধরে বিদ্যুৎ নেই বিদ্যুৎ না থাকায় ওয়াশ রুমে ব্যাপক সমস্যা হচ্ছে।

এবিষয়ে জানতে চাইলে মাদারগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে পরিবার পরিকল্পনা অফিসার ডা. সাইফুল ইসলাম জয় বলেন, বিদ্যুতের সঞ্চালন লাইনে সমস্যা হয়ে ছিলো। বিষয়টি পল্লী বিদ্যুৎ অফিসকে অবগত করলে তারা এসে আজ বিকালে লাইন সচল করে দিয়েছে।

(ঢাকাটাইমস/২২ সেপ্টেম্বর/ইএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মির্জাপুরে উদ্ধার হওয়া গরু ফিরিয়ে দিতে ৫০ হাজার টাকা চাইলেন এসআই
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর: তাদের বিরুদ্ধে এত অভিযোগ, তবুও বহাল...
পাকিস্তান থেকে চার্টার্ড ফ্লাইটে ফেরানো হবে রিশাদ ও নাহিদকে!
মেঘনায় অনুমোদনহীন ডেন্টালে জীবাণুযুক্ত যন্ত্রপাতি ব্যবহার, ছড়াচ্ছে হেপাটাইটিস বি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা