যুক্তরাষ্ট্রের ভিসা নীতি প্রয়োগ ‘খুব ভালো’: সালমান এফ রহমান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর ২০২৩, ১৫:১৯| আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৩, ১৬:২৪
অ- অ+
সালমান এফ রহমান। ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা ‘খুব ভালো’ বলে মনে করেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। বলেন, ‘আমি তো মনে করি এটা খুব ভালো। যারা নির্বাচন বাধাগ্রস্ত করবে, তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র এই নীতি গ্রহণ করবে।’

রাজধানীর একটি হোটেলে শনিবার তৃতীয় আন্তর্জাতিক নগর ও অঞ্চল-পরিকল্পনা সম্মেলনের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সালমান এফ রহমান।

তিনি বলেন, ‘আমরা সব সময় বলেছি এবং মাননীয় প্রধানমন্ত্রী জাতিসংঘে তার বক্তব্যে বলেছেন, ফ্রি-ফেয়ার ইলেকশন তারা চায়, আমরাও চাই। যারা নির্বাচনে বাধা দেবে, তাদের বিরুদ্ধে স্যাংশন হবে।’

বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়ায় বাধাদানকারী ব্যক্তিদের ভিসা প্রদানে বিধিনিষেধ আরোপ শুরু করেছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশের কিছু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, ক্ষমতাসীন দলের সদস্য ও বিরোধী দলের ওপর এই ভিসা বিধিনিষেধ আরোপ হচ্ছে।

যুক্তরাষ্ট্রের এই ভিসা নিষেধাজ্ঞাকে সরকার কীভাবে দেখছে জানতে চাইলে সালমান এফ রহমান বলেন, ‘আমি মনে করি ভিসা বিধিনিষেধ আরোপ করে খুব ভালো করেছে। তারা বলেছে, যারা নির্বাচন বাধাগ্রস্ত করবে, তাদের বিধিনিষেধ দেবে। সরকার বলেছে, আমরা অবাধ ও সুষ্ঠু নির্বাচন চাই। বাধা দিতে চাই না।’

‘প্রধান বিরোধী দল বলছে, তারা নির্বাচন হতে দেবে না। তার মানে কীভাবে হতে দেবে না? একটাই পথ—ভায়োলেন্স (সহিংসতা)। ভিসা বিধিনিষেধ জারি হয়েছে যারা নির্বাচনে বাধা দেবে তাদের জন্য। বিধিনিষেধের তালিকায় অপজিশনের (বিরোধী দল) নামও আছে।’

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যের ক্ষেত্রে ভিসা নিষেধাজ্ঞা কোনো প্রভাব ফেলবে কি না প্রশ্ন ছিল প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টার কাছে।

জবাবে সালমান এফ রহমান বলেন, ‘বাণিজ্যের সঙ্গে এই ভিসা বিধিনিষেধের কোনো সম্পর্ক নেই। বিশ্বের অনেক দেশের সঙ্গে প্রতিযোগিতা করে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের বাজার পেয়েছে।’

‘যুক্তরাষ্ট্র বাংলাদেশকে কোনো বিশেষ সুবিধা দেয়নি। সাড়ে ১৫ শতাংশ শুল্ক দিয়ে যুক্তরাষ্ট্রের বাজারে ঢুকতে হয়। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), কানাডা ও যুক্তরাজ্য বাংলাদেশকে শুল্কমুক্ত সুবিধা দিয়েছে, যেটা যুক্তরাষ্ট্র দেয়নি।’

আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে পূর্ণাঙ্গ পর্যবেক্ষক দল পাঠাবে না ইউরোপীয় ইউনিয়ন। গত বুধবার চিঠির মাধ্যমে নির্বাচন কমিশনকে (ইসি) তারা বিষয়টি জানিয়ে দিয়েছে।

এ বিষয়ে এক প্রশ্নের জবাবে সালমান এফ রহমান বলেন, ‘ইইউ পর্যবেক্ষক পাঠাবে কি না, সেটা তাদের ব্যাপার। আমরা সংবিধান মেনে নির্বাচন করব। আমাদের নির্বাচন কমিশন শতভাগ স্বাধীন। তারা (ইইউ) অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায়, আমরাও সেটাই চাই।’

(ঢাকাটাইমস/২৩সেপ্টেম্বর/জেবি/ডিএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আইভীকে বহনকারী পুলিশের গাড়িতে হামলা, আহত ৫
বিএনপির সঙ্গে যুক্তরাষ্ট্রের দ্য কার্টার সেন্টারের প্রতিনিধি দলের বৈঠক
আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে জনগণ সিদ্ধান্ত নেবে: মঈন খান
নির্বাচন বিলম্বিত হলে জনগণই রাস্তায় নামবে: ফারুক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা