সুনামগঞ্জে বিষপানে তিন শিশুর মৃত্যু, পিতা আটক

সিলেট ব্যুরো ও নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ
 | প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ২১:০১

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় স্বামীর সঙ্গে ঝসড়া করার পর তিন সন্তানসহ মা বিষপান করেছেন। এতে তিন সন্তানের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুলিশ ওই নারীর স্বামী জাহাঙ্গীর আলমকে আটক করেছেন।

রবিবার উপজেলায় ফেনারবাক ইউনিয়নের শান্তিপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- শাহেদ (৫), তামজীদ (১৩), সাকিবা (১৪)।

স্থানীয়রা জানান, উপজেলায় ফেনারবাক ইউনিয়নের শান্তিপুর গ্রামে জাহাঙ্গীরের সঙ্গে স্ত্রী যমুনা বেগম ঝগড়া করেন। পরে তিন সন্তানসহ যমুনা বেগম বিষপান করেন। স্থানীয় লোকজন গুরুতর অসুস্থ্য অবস্থায় তাদেরকে উদ্ধার করে জামালগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। সুনামগঞ্জ সদর হাসপাতালে পৌঁছালে চিকিৎসক শাহেদ, তামজীদ, সাকিবাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে ফেনারবাক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজল চন্দ্র তালুকদার জানান, ওই নারীর স্বামী একজন চিহৃত জুয়ারী, প্রতিদিন জুয়াখেলায় মগ্ন থাকা নিয়ে প্রায়ই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া ও মারামারি হতো। তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্বামী জাহাঙ্গীর আলমকে পুলিশের কাছে হস্তান্তর করেছেন।

এ ব্যাপারে জামালগঞ্জ থানার ওসি দীলিপ কুমার দাসকে ফোন করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ তদন্ত করে দোষীর বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেবে। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

(ঢাকাটাইমস/২৪ সেপ্টেম্বর/ইএইচ)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :