নির্বাচনের আগে অস্ত্র জমা দেয়ার নির্দেশ ফরিদপুরের জেলা প্রশাসকের

সালথা-নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০০:০৫
অ- অ+

ফরিদপুরের নগরকান্দা উপজেলার বিভিন্ন গ্রামে দাঙ্গাবাজদের ঘরে থাকা দেশীয়সহ সব ধরণের অস্ত্র জমা দেয়ার নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার।

মঙ্গলবার নগরকান্দায় জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, ইমাম, সাংবাদিক ও সুশীল সমাজের ব্যক্তিদের সাথে জেলা কোর কমিটির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশ দেন।

তিনি বলেন, আজকের পর থেকে নগরকান্দায় আর কোনো ধরণের সহিংতা বা দাঙ্গা হবে না, সন্ত্রাসী হবে না। স্থানীয় জনপ্রতিনিধিরা দাঙ্গা বন্ধে কার্যকারী ভূমিকা পালন করবেন। যেসব গ্রামে দেশীয় অস্ত্র ঢাল, কাতরা ও তরোয়াল মজুদ রয়েছে সেগুলো চেয়ারম্যানদের মাধ্যমে ওসির কাছে জমা দিয়ে দিবেন।

মাদক প্রসঙ্গে জেলা প্রশাসক আরও বলেন, মাদক যেভাবে সব জায়গা ছেয়ে গেছে। যে কোনো মূল্যে মাদক আমরা নিয়ন্ত্রণ করবো। যারা মাদক গ্রহণ করবে, তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈনুল হকের সভাপতিত্বে সভায় অতিথি হিসেবে উপস্থিত পুলিশ সুপার মো. শাহজাহান, জেলা এনএসআইএর যুগ্ম পরিচালক মোহাম্মদ মজিবুর রহমান, জেলা ম্যাজিস্ট্রেট অমিত দেবনাথ, র‌্যাব ১০ এর কোম্পানি কমান্ডার কে এম শাইখ আকতার, উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, পৌর মেয়র নিমাই চন্দ্র সরকার, সিনিয়র সহকারী পুলিশ সুপার আসাদুজ্জামান শাকিল, জেলা আনসার কমান্ডার নাদিরা ইয়াসমিন, উপজেলা ভাইস চেয়ারম্যান চুন্নু শেখ, নগরকান্দা থানার ওসি মিরাজ হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মো. ফজলুল হকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২৭ সেপ্টেম্বর/ইএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মোহাম্মদপুরে ৩৮০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
সাংবাদিক সাইদুরের প্রাণনাশের হুমকির প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ 
শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার তদন্ত রিপোর্ট দাখিল সোমবার
এবার বাংলাদেশের চার টিভি চ্যানেল ইউটিউবে বন্ধ করল ভারত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা