শাকিবপুত্র জয়ের জন্মদিন: গত বছর এই দিনে বুবলী যা ঘটিয়েছিলেন

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১১:১৫ | প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১০:২৮

ঢালিউডের প্রাক্তন তারকা দম্পতি শাকিব খান ও অপু বিশ্বাসের ছেলে আব্রাম খান জয়ের জন্মদিন বুধবার। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর জয়ের জন্ম হয়েছিল কলকাতায়। যদিও খবরটি গোপন ছিল। পরের বছরের এপ্রিলে একটি টিভি চ্যানেলে ছেলেকে নিয়ে হাজির হন চিত্রনায়িকা অপু বিশ্বাস। জানান তার জন্মের কথা এবং শাকিব খানের সঙ্গে বিয়ের খবর।

গত বছরের জন্মদিনে ছেলে জয়ের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিয়েছিলেন তার সুপারস্টার বাবা শাকিব খান। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লিখেছিলেন, ‘‘আমার ছোট্ট আব্রাম তার জীবনে নতুন বছরে পা রাখল। প্রতিনিয়ত খেয়াল করছি জীবনের প্রতিটি ক্ষেত্রে তুমি মানুষের মতো মানুষ হতে এগিয়ে যাচ্ছো। হয়তো একটা সময় গিয়ে বুঝবে- তোমার বাবা আছে বলেই জীবন এত সুন্দর। বাবারা কখনো শো অফ করে না, তারা দেখিয়ে দেয়!’

ছেলেকে রাজকুমার আখ্যা দিয়ে শাকিব খান লিখেছিলেন, ‘তোমার (জয়) প্রতি আমার স্নেহ, আদর, দোয়া ও মঙ্গলকর দায়িত্ব সারাজীবন থাকবে। শুভ জন্মদিন রাজকুমার।’

অন্যদিকে, গত বছরের জন্মদিনের রাতে ছেলেকে নিয়ে কেক কেটে পরের দিন সকালে সেই মুহূর্তের কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করেছিলেন অপু বিশ্বাস। ক্যাপশনে লিখেছিলেন, ‘এই দিনে তুমি জন্ম নিয়েছিলে। আমার কোল আলো করে এসেছো। অনেক আশীর্বাদ তোমার জন্য বাবা। আরো বড় হও, মানুষের মত মানুষ হও। দিদার চাওয়া-পাওয়া, তোমার পরিবারের চাওয়া-পাওয়া পূর্ণ করো। অনেক আশীর্বাদ তোমার জন্য। অনেক বড় হও, ভালো থেকো। শুভ জন্মদিন।’

বরাবরের মতো এ বছরও মঙ্গলবার রাতে ছেলের জন্মদিনের কেক কেটেছেন অপু বিশ্বাস। কিন্তু এই রিপোর্ট লেখা পর্যন্ত ছেলেকে নিয়ে কোনো পোস্ট দেননি নায়িকা। এখনো কোনো পোস্ট আসেনি জয়ের বাবা শাকিব খানের পক্ষ থেকেও।

এদিকে, গত বছর ছেলে জয়ের জন্মদিনে বোমা ফাটিয়েছিলেন শাকিব খানের দ্বিতীয় প্রাক্তন স্ত্রী চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী, অর্থাৎ জয়ের সৎ মা। এদিন নিজের অন্তঃসত্ত্বা অবস্থার দুটি ছবি ফেসবুকে পোস্ট করেন বুবলী। তাতে মাথাচাড়া দিয়ে ওঠে পুরনো গুঞ্জন।

২০২০ সালে শাকিব খানের সঙ্গে ‘বীর’ সিনেমাটির শুটিং করার সময়ই বুবলীর ‘বেবি বাম্প’ ধরা পড়ে। সে সময় চারিদিকে রটে যায়, শাকিব-বুবলী সম্পর্কে রয়েছেন। তারা গোপনে বিয়েও করেছেন। এরপর বুবলী কয়েক মাসের জন্য লাপাত্তা হয়ে যান। গত বছরের এই দিনে অন্তঃসত্ত্বা অবস্থার ছবি পোস্ট করলে বুবলীকে নিয়ে গুঞ্জন আরও জোরালো হয়।

অবশ্য বেশি দিন অপেক্ষা করতে হয়নি। এর কয়েকদিন পরই গত বছরের ৩ নভেম্বর বুবলী তার ফেসবুকে আরেকটি পোস্ট দিয়ে দেশবাসীকে জানিয়ে দেন, তিনি পুত্রসন্তানের মা হয়েছেন, যার নাম শেহজাদ খান বীর। এও জানান, এই সন্তানের বাবা ঢালিউড সুপারস্টার শাকিব খান। তাতে মান্যতা দেন কিং খানও। জানা যায়, ২০১৮ সালে বিয়ে করেন শাকিব-বুবলী।

ওই বছরেরই ফেব্রুয়ারিতে শাকিবের সঙ্গে তার প্রথম স্ত্রী অপু বিশ্বাসের তালাক কার্যকর হয়। তার আগে দীর্ঘদিন প্রেম করার পর ২০০৮ সালে এ জুটি গোপনে বিয়ে করেন। ২০১৬ সালে কলকাতায় ছেলের জন্মও দেন গোপনে। জানা যায়, বুবলীর সঙ্গে শাকিব খানের সম্পর্কের বিষয় জানতে পেরেই তড়িঘড়ি টিভি লাইভে গিয়ে সবকিছু ফাঁস করে দেন অপু বিশ্বাস।

যদিও ওই ঘটনা কাল হয়েছিল এই নায়িকার জন্য। বিয়ে আর সন্তানের খবর প্রকাশ করার কয়েক মাস পরই নানা অভিযোগ তুলে অপুকে তালাকের নোটিশ পাঠান শাকিব খান। ৯০ দিন পর সেই তালাক কার্যকর হয়। তবে অপুর সঙ্গে বৈবাহিক সম্পর্ক না থাকলেও ছেলে জয়ের প্রতি খুবই দায়িত্বশীল শাকিব খান। দায়িত্বশীল ছোট ছেলে শেহজাদের প্রতিও।

(ঢাকাটাইমস/২৭সেপ্টেম্বর/এজে)

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :