বাংলাদেশে যৌথ প্রাক-নির্বাচনী মূল্যায়ন মিশন চালাবে এনডিআই ও আইআরআই

নির্বাচনী প্রস্তুতির অবস্থা জানতে ঢাকায় আসছে যুক্তরাষ্ট্রভিত্তিক বেসরকারি সংস্থা ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) এবং ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই)। ৮-১২ অক্টোবর পর্যন্ত বাংলাদেশে একটি যৌথ প্রাক-নির্বাচন মূল্যায়ন মিশন (পিইএএম) পরিচালনা করবে সংস্থা দুটি।
গতকাল মঙ্গলবার এনডিআই তাদের ওয়েবসাইটে এ বিষয়ে একটি প্রেস রিলিজ প্রকাশ করে।
প্রেস রিলিজ থেকে জানা গেছে, প্রতিনিধি দলে ছয়জন আন্তর্জাতিক বিশেষজ্ঞ থাকবেন, যার মধ্যে রয়েছেন যুক্তরাষ্ট্র্রের দক্ষিণ এশিয়া বিষয়ক সাবেক সহকারী পররাষ্ট্রমন্ত্রী কার্ল এফ. ইন্ডারফুর্থ, ইউএসএআইডির সাবেক ডেপুটি প্রশাসক বনি গ্লিক, মালয়েশিয়ার প্রতিনিধি পরিষদের সাবেক সদস্য মারিয়া চিন আবদুল্লাহ, দেশটির প্রেসিডেন্টের সাবেক সহযোগী কাউন্সেল জামিল জাফর, এনডিআইয়ের এশিয়া-প্যাসিফিক আঞ্চলিক পরিচালক মনপ্রীত সিং আনন্দ, এবং আইআরআইয়ের এশিয়া-প্যাসিফিক ডিভিশনের সিনিয়র ডিরেক্টর জোহানা কাও।
ঢাকায় অবস্থানকালে প্রতিনিধিদল বাংলাদেশ নির্বাচন কমিশন, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের সংগঠনসহ বিভিন্ন নির্বাচনী অংশীজনদের সঙ্গে দেখা করবে।
সফরের সমাপ্তির পর জানুয়ারীর প্রত্যাশিত নির্বাচনের আগে মূল অনুসন্ধান এবং ব্যবহারিক সুপারিশ প্রদান করবে পিইএএম।
মিশনের কার্যক্রম ইন্টারন্যাশনাল ইলেকশন অবজারভেশনের (DoP) নীতিমালার ঘোষণা অনুযায়ী পরিচালিত হবে।
যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডি সহায়তার জন্য এটি সম্ভব হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
উল্লেখ্য, এর আগে গত জুলাই মাসে বাংলাদেশ সফর করে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ছয় সদস্যের একটি প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দল। পর্যবেক্ষক দলটি সরকারের প্রতিনিধি, নির্বাচন-সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রাজনৈতিক নেতা, সুশীল সমাজ এবং গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে।
সফর শেষে ফিরে তারা প্রতিবেদন দেয়, যার ওপর ভিত্তি তরে ইইউ বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনে পূর্ণাঙ্গ পর্যবেক্ষক দল না পাঠানোর সিদ্ধান্ত নেয়। তবে ছোট আকারের বিশেষজ্ঞ দল পাঠানো হতে পারে নির্বাচনি তথ্য সংগ্রহের জন্য।
ইইউ বলছে, প্রাক পর্যবেক্ষক দলের পর্যবেক্ষণ অনুযায়ী, এ মুহূর্তে বাংলাদেশে নির্বাচন সহায়ক পরিবেশ নেই বলে মনে করা হচ্ছে। এমন অবস্থায় পর্যবেক্ষক দল পাঠানো ঝুঁকিপূর্ণ।
(ঢাকাটাইমস/২৭সেপ্টেম্বর/এফএ)
সংবাদটি শেয়ার করুন
বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
বাংলাদেশ এর সর্বশেষ

কুমিল্লায় বাসে আগুন

শোকজের জবাব দিয়েছি, কমিটি সন্তুষ্ট কিনা পরে জানা যাবে: ব্যারিস্টার সুমন

চুয়াডাঙ্গার দামুড়হুদায় সড়কে প্রাণ গেল ভ্যানচালকের

তাড়াশে রসুন চাষে স্বপ্ন দেখছেন কৃষক

আড়াই বছর পর মুক্তি পেলেন মুফতি আমির হামজা

ধামরাইয়ে বেপরোয়া গতির সেলফি পরিবহনের চাপায় নিহত ২

নোয়াখালী হানাদার মুক্ত দিবস আজ

শেরপুর মুক্ত দিবস আজ

বিয়ের ১৯ দিন পর কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু
