প্রাইম ব্যাংকের নীরা এবং মশাল মেন্টাল হেলথের মধ্যে চুক্তি

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১৫:২৪
অ- অ+

প্রাইম ব্যাংকের নারী উদ্যোগ-নীরা সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ’মশাল মেন্টাল হেলথ’-এর সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। নীরা শুধুমাত্র ব্যাংকিং সার্ভিস নয়, এটি নারীর জীবনের প্রতিটি ক্ষেত্রের সার্বিক কল্যাণে প্রাইম ব্যাংকের একটি ভিন্ন ধারার উদ্যোগ।

এটি নারীদের অর্থনৈতিক কর্মকাণ্ডে অন্তর্ভূক্তকরণ, স্বাধীনতা, স্বাস্থ্য নিরাপত্তা ও সুস্থতা নিশ্চিতকরণে কাজ করে।

নীরার প্রধান উদ্দেশ্য-নারীরা যাতে অর্থনৈতিকভাবে স্বাধীন ও স্বাবলম্বী হয়ে নিজেদের অর্থ-সম্পদ নিজেরাই ব্যবস্থাপনা করতে পারে এবং স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারে। এই চুক্তির ফলে, প্রাইম ব্যাংকের নীরার গ্রাহকগণ মশাল মেন্টাল হেলথ-এর সকল সেশনে ১৫% ডিসকাউন্ট সুবিধা পাবেন।

প্রাইম ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক নাজিম এ. চৌধুরী এবং মশাল মেন্টাল হেলথের ফাউন্ডার ও প্রেসিডেন্ট মারিয়া মুমু নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

এসময় প্রাইম ব্যাংকের হেড অব অ্যাফ্লুয়েন্ট সেগমেন্ট অ্যান্ড উইমেন ব্যাংকিং শায়লা আবেদীন এবং মশাল মেন্টাল হেলথের ট্রেজারার আরমিন আক্তার সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

(ঢাকা টাইমস/২৭সেপ্টেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিকশাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার
ধেয়ে আসছে বৃষ্টিবলয় ‘ঝংকার’, জানুন কতদিন সক্রিয় থাকবে
আজ আবারও শাহবাগ ব্লকেড
শুভ বুদ্ধপূর্ণিমা আজ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা