বিএনপি অংশগ্রহণ না করলেও নির্বাচন থেমে থাকবে না: সালমান এফ রহমান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১৬:৫১
অ- অ+

বি‌দেশিরা বর্তমান সরকার‌কে আগামীতে আর ক্ষমতায় দেখতে চায় না, বিএনপি নেতাদের এই ধর‌নের মন্তব্যকে গুজব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা এবং ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান ৷ তিনি বলেন, নির্বাচন সং‌বিধান অনুযায়ীই হ‌বে, কেউ অংশগ্রহণ না কর‌লে নির্বাচন থে‌মে থাক‌বে না। আসন্ন নির্বাচনে অংশ নিতে বেশিরভাগ দলই প্রস্তুত৷

বৃহস্পতিবার সকা‌লে ঢাকার নবাবগঞ্জে নবাবগঞ্জ পাইলট উচ্চ বিদ‌্যালয় মা‌ঠে আগামী দ্বাদশ নির্বাচন উপল‌ক্ষে কেন্দ্রভি‌ত্তিক নির্বাচন প‌রিচালনা ক‌মি‌টির সদস‌্যদের সাথে মত‌বি‌নিময় ও কর্মশালা অনুষ্ঠা‌নে প্রধান অ‌তি‌থির বক্ত‌ব্যে তি‌নি এসব কথা ব‌লেন।

সালমান এফ রহমান ব‌লেন, বি‌দেশী‌দের একটাই চাওয়া তা হচ্ছে, বাংলাদেশে আসন্ন নির্বাচন অবাধ, সুষ্ঠ ও শা‌ন্তিপূর্ন নির্বাচন হোক। তা‌দের চাওয়া এবং সরকা‌রের চাওয়া এক। বর্তমান সরকারও অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে বদ্ধ পরিকর৷

তিনি বলেন, প্রধান বিরোধী দল বলেছে, তারা নির্বাচন হতে দেবে না। যুক্তরাষ্ট্র বলেছে, যারা নির্বাচন বাধাগ্রস্ত করবে, তাদের বিধিনিষেধ দেবে।

এই সময় তি‌নি নেতাকর্মী‌দের উ‌দ্দে‌শ্যে ব‌লেন, 'আওয়ামী ল‌ী‌গের নেতাকর্মীরা শুধু আওয়ামী লী‌গের কা‌ছে নয়,যারা নির‌পেক্ষ মানুষ আ‌ছে তা‌দের কা‌ছে পৌছা‌তে হ‌বে। এমনকি যারা আওয়ামী লীগ‌কে ভোট দি‌বে না, তা‌দের কা‌ছেও যে‌তে হ‌বে । দেশের উন্নয়নের নানা চিত্র সবার কা‌ছে তুলে ধরে নৌকার জন‌্য ভোট চাওয়ার নি‌র্দেশ দেন তিনি।'

বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইলে এবং সব ভোটারদের কাছে যেতে পারলে নৌকার জয় নিশ্চিত জানিয়ে আগামী নির্বাচনে করণীয় সম্পর্কে নেতা-কর্মীদের নির্দেশনা দিয়েছেন ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান।

বর্তমান সরকারের গত প্রায় ১৫ বছ‌রে দে‌শের উন্নয়নের চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, দেশের প্রতিটি ঘরে ঘরে সরকার বিদ্যুত পৌছে দিয়েছে৷ দেশ আজ ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে পরিণত হয়েছে৷ তাই সময়ের সাথে সাথে আমাদেরকেও এগিয়ে যেতে হবে৷

(ঢাকাটাইমস/২৮সেপ্টেম্বর/কেআর/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিকশাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার
ধেয়ে আসছে বৃষ্টিবলয় ‘ঝংকার’, জানুন কতদিন সক্রিয় থাকবে
আজ আবারও শাহবাগ ব্লকেড
শুভ বুদ্ধপূর্ণিমা আজ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা