ডেনমার্ক আ. লীগের উদ্যোগে শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উদযাপন

মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উদযাপন করেছে ডেনমার্ক আওয়ামী লীগ।
জন্মদিনের অনুষ্ঠানে ডেনমার্ক আওয়ামী লীগের সভাপতি খোকন মজুমদারের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক বোরহান উদ্দিনের পরিচালনায় আলোচনা সভায় বাংলাদেশের উন্নায়নের রুপকার দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া পরিচালনা করেন নিজাম উদ্দিন।
এসময় আগামী দ্বাদশ সাংসদ নির্বাচনকে সামনে রেখে দিকনির্দশনা মূলক বক্তব্য দেন সংগঠনের সাধারণ সস্পাদক মাহবুবুর রহমান, সাংগঠনিক সস্পাদক শামীম খালাশী।
বক্তারা বলেন, একজন সফল রাষ্ট্রনায়ক হিসেবে শেখ হাসিনার অবদান আজ আন্তর্জাতিকভাবে স্বীকৃত।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে স্বপ্ন দেখতেন সেই স্বপ্ন আজ বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বাস্তবায়ন করে যাচ্ছে। স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশ উন্নয়নশীল দেশে উত্তরণ করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে। তাই বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বাংলাদেশের আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে দ্বাদশ সাংসদ নির্বাচনে ভোটের মাধ্যমে আবার রাষ্ট্র ক্ষমতা আনতে হবে।
ডেনমার্ক আওয়ামী লীগ আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থেকে জন্মদিন উদযাপনে অংশ নেন, সংগঠনের যুগ্ম সাধারণ সস্পাদক মোছাদ্দেকুর রহমান রাসেল, যুগ্ম সাধারণ সস্পাদক বেলাল রুমী, সাংগঠনিক সস্পাদক রোমেল মিয়া সোহাগ, প্রচার সস্পাদক শরীফুল ইসলাম শরীফ, কার্যকরী কমিটির সদস্য মো. ইউসুব, রোকন উদ্দিন, ইসলাম শাওনসহ অনেকে।
অনুষ্ঠানের শেষাংশে কেক কেটে জননেত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপন করা হয়।
(ঢাকা টাইমস/২৯সেপ্টেম্বর/প্রতিনিধি/এসএ)

মন্তব্য করুন