বিয়ে আমার জন্য আশীর্বাদ: ফারিণ

বিনোদন প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১৮:০০
অ- অ+

মাস দেড়েক আগে ছোটবেলার বন্ধু শেখ রেজওয়ানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন ছোটপর্দার এই সময়ের অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। বিয়ের পর হানিমুন শেষে দেশে ফিরে কাজেও যোগ দিয়েছেন এই সুন্দরী অভিনেত্রী। সেই ফারিণ এবার বললেন, বিয়েটা তার জন্য আশীর্বাদ।

সম্প্রতি দেশীয় একটি ওটিটি প্লাটফর্মে মুক্তি পেয়েছে ফারিণের নতুন ওয়েব ফিল্ম ‘পুনর্মিলনে’। এর প্রচারে এসে সংবাদমাধ্যমে তিনি বলেন, নতুন ওয়েব ফিল্মের মুক্তিতে তিনি বেশ খুশি এবং এটি নিয়ে আশাবাদী। অভিনেত্রী বলেন, ‘আমার প্রত্যকটা কাজই পছন্দের এবং ভালো লাগার। ‘পুনর্মিলনে’ও আমার পছন্দের। এখানে দর্শকরা আমাকে যেই চরিত্রে দেখবেন আশা করি ভালা লাগবে।’

এরপরই বিয়ের প্রসঙ্গ। ‘বিয়ের পর তার জনপ্রিয়তা এখন কেমন প্রশ্নে ফারিণ বলেন, ‘আমি আসলে জানি না। এটা আমি বিচার করতে পারি না। তবে বিয়ের পর আমাকে সবাই ইতিবাচকভাবে গ্রহণ করেছে।

পাশাপাশি বিয়েকে ‘আশীর্বাদ’ উল্লেখ করে ফারিণ আরও বলেন, ‘অবশ্যই বিয়ে আমার জন্য আশীর্বাদ। যেদিন আমি বিয়ের ডেট চূড়ান্ত করি। সেদিনই আমার কাছে দুটি ভালো কাজের প্রস্তাব আসে। এছাড়া ব্যক্তিগত জীবনও ভালো যাচ্ছে। সব মিলিয়ে বিয়েটা আমার জন্য আশীর্বাদ। বিয়েটাকে আমি ইতিবাচকভাবেই দেখি।’

তারকারা অনেকেই মনে করেন, বিয়ের পর ভক্ত কমে যায়। ফারিণ কী মনে করেন? তার কথায়, ‘আমার এই আশঙ্কা কোনো দিনই ছিল না। আমার জীবনে কোনো সিদ্ধান্ত নেব, ভক্তদের কথা ভাবতে হবে কেন? ভক্তরা আমার পর্দার কাজকে ভালোবাসেন। আমিও তাদের ভালোবাসি।’

ফারিণ মনে করেন, ‘প্রিয় তারকার জীবনের ভালো কোনো কাজ, পবিত্র কাজে যদি ভক্তদের সমর্থনই না থাকে, তাহলে কিসের ভক্ত! আমার মনে হয়েছে, বিয়ের পর ভক্ত আরও বেড়েছে। বিয়ের খবর আর ছবি ফেসবুক, ইনস্টাগ্রামে শেয়ার করার পর সবার যে পরিমাণ সাড়া পেয়েছি, তাতে আমি মুগ্ধ।’

বিয়ের আগে প্রেমিককে প্রকাশ্যে না আনার কারণ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘একটা সম্পর্ক যতক্ষণ পর্যন্ত না পরিণতি পায় ততক্ষণ তাকে কীভাবে পরিচয় করিয়ে দেব। আমার ‘বয়ফ্রেন্ড’ বা এ ধরনের শব্দে অ্যালার্জি আছে। তখন পরিচয় করিয়ে দেওয়ার মতো কোনো পরিচয় ছিল না। আমরা সব সময়ই বড় কিছুর জন্য প্রতিশ্রুতিবদ্ধ ছিলাম।’

২০১৭ সালে ‘আমরা আবার ফিরবো কবে’ নাটকের মাধ্যমে ছোটপর্দায় অভিষেক ফারিণের। এরপর ‘টাপুর-টুপুর’, ‘পুলিশ একজন মানুষ’, ‘চারকাহন’, ‘কমলা রঙয়ের রৌদ’, ‘বাসায় কি মানবে ', ‘আমার তুমিসহ বেশকিছু দর্শকপ্রিয় নাটকে কাজ করেছেন তিনি। বর্তমানে কাজ করছেন ওয়েব ফিল্ম ও সিরিজেও।

(ঢাকাটাইমস/২৯সেপ্টেম্বর/এলএম/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মোহাম্মদপুরে ৩৮০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
সাংবাদিক সাইদুরের প্রাণনাশের হুমকির প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ 
শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার তদন্ত রিপোর্ট দাখিল সোমবার
এবার বাংলাদেশের চার টিভি চ্যানেল ইউটিউবে বন্ধ করল ভারত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা