কেরানীগঞ্জে যুবক খুনের ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে মুরগি চুরির ভাগ নিয়ে দ্বন্দ্বের জেরে ছুরিকাঘাতে খুন হয় আরিফ নামের এক যুবক। এ ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- প্রধান আসামি নাজমুল, নাজমুলের মা নাজমা আক্তার নুপুর ও পারভেজ।
শনিবার ভোরে ফরিদপুরের ভাঙ্গা থানাধীন মালিগ্রাম থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। দুপুরে তাদেরকে আদালতে হাজির করে পুলিশ। এরপর আদালতের কাছে খুনের দায় স্বীকার করে জবানবন্দি দেন নাজমুল।
শনিবার সন্ধ্যায় এ তথ্য জানান মামলার তদন্ত কর্মকর্তা ও দক্ষিণ কেরানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মাসুদুর রহমান।
তিনি জানান, গত ২৭ সেপ্টেম্বর রাতে দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ কাঁচাবাজার এলাকায় আসলাম শিকদারের সিএনজি গ্যারেজের সামনে আরিফকে ছুরিকাঘাত করে নাজমুল। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় শুক্রবার মধ্যরাতে নাজমুলের বাবা বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন। শনিবার ভোরে এজাহার নামীয় ৩ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
(ঢাকাটাইমস/৩০ সেপ্টেম্বর/ইএইচ)

মন্তব্য করুন