সাংবাদিক নির্যাতন: ঢাকা কলেজ ছাত্রলীগের ৬ কর্মী বহিষ্কার
সাংবাদিক নির্যাতনের ঘটনায় ঢাকা কলেজ ছাত্রলীগের ছয় কর্মীকে বহিষ্কার করা হয়েছে।
শনিবার রাতে সংগঠনের দপ্তর সম্পাদক মেফতাহুল ইসলাম পাহ্ন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতের মাধ্যমে তাদেরকে বহিষ্কার করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতে সংগঠনবিরোধী, শৃঙ্খলা পরিপন্থি, অপরাধমূলক এবং সংগঠনের মর্যাদা ক্ষুণ্ণ হয় এমন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ঢাকা কলেজ ছাত্রলীগের ছয় কর্মীকে বহিষ্কার করা হলো।
বহিষ্কৃতরা হলেন- রাউফুর রহমান সোহেল, এ বি এম আলামিন, সজীব আহসান, আবরার হোসাইন সাগর, সৈয়দ আব্দুল্লাহ শুভ ও ফাহমিদ হাসান পলাশ। তারা সবাই বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা কলেজ শাখার কর্মী ছিলেন।
গত ২৭ সেপ্টেম্বর মধ্যরাতে ঢাকা কলেজ সাংবাদিক সমিতির সদস্য ও ডেইলি বাংলাদেশ এবং প্রতিদিনের ক্যাম্পাসের কলেজ প্রতিনিধি ইংরেজি বিভাগের ছাত্র ফয়সাল আহমেদকে গেস্ট রুমে নির্যাতনের অভিযোগ ওঠে ছাত্রলীগ কর্মীদের বিরুদ্ধে।
(ঢাকাটাইমস/০১অক্টোবর/জেএ/এফএ)