‘সাংবাদিক বলে ছাত্রলীগের প্রোগ্রাম করবা না তা চলবে না’, বেদম পিটুনি শিক্ষার্থীকে

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১১:০০| আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১১:২৮
অ- অ+

ঢাকা কলেজের গেস্ট রুমে এক সাংবাদিককে পিটিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা।

বুধবার মধ্যরাতে এ ঘটনা ঘটে।

জানা যায়, ঢাকা কলেজ সাংবাদিক সমিতির সদস্য ও ডেইলি বাংলাদেশ এবং প্রতিদিনের ক্যাম্পাসের কলেজ প্রতিনিধি ইংরেজি বিভাগের ছাত্র ফয়সাল আহমেদ রাতে রিডিং রুমে পড়াশোনা করছিলেন।

একই সময়ে ৩০ সেপ্টেম্বরের ছাত্রলীগের কর্মিসভা বাস্তবায়ন করতে গেস্ট রুমে আলোচনা শুরু করেন শহিদ ফরহাদ হোসেন ছাত্রাবাসের নেতাকর্মীরা। সেখানে উপস্থিত হতে দেরি হওয়ায় রাত সোয়া ১২টার দিকে ফয়সালকে ধরে নিয়ে চর-থাপ্পর মারতে থাকেন হলের ছাত্রলীগ নেতা আল আমিন। এসময় লাঠি দিয়ে পেটাতে থাকেন সজীব আহমেদ এবং বালিশ দিয়ে চেপে ধরে মারতে থাকেন ইকরাম। এতে ঐ সাংবাদিকের ঠোট ফেটে যায়। কানেও প্রচণ্ড ব্যথা পান তিনি।

সাংবাদিকতা করার কারণে ঐ সাংবাদিককে অকথ্য ভাষায় গালিগালাজ করতে করতে ছাত্রলীগ নেতারা বলতে থাকেন, ‘হলে থাকলে কিসের সাংবাদিকতা, সাংবাদিকতা করতে হলে হলের বাইরে গিয়ে কর, সাংবাদিক বলে ছাত্রলীগের প্রোগ্রাম করবা না তা চলবে না।’

ফয়সালকে প্রায় দুই ঘণ্টার বেশি সময় আটক রাখা হয়।

মারধরকারীরা সবাই অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী ও কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি গ্রুপের বলে জানা গেছে।

হলে থাকা শিক্ষার্থীদের দাবি, ঢাকা কলেজের সবগুলো হলের নিয়ন্ত্রণ ছাত্রলীগের অধিনে। প্রশাসন সেখানে নামমাত্র। ফরহাদ ছাত্রাবাসের ১০২ নং রুম যেন আবাসিক ছাত্রদের আতংকের নাম। এর আগেও ছাত্রলীগের অত্যাচারে হলের ১ম বর্ষের সব শিক্ষার্থী একযোগে হল ছেড়েছিলেন।

এ বিষয়ে ফরহাদ হোসেন হলের সিনিয়র ছাত্রলীগ নেতা খায়রুল হাসু বলেন, ‘বিষয়টি অপ্রত্যাশিত। যারা এর সঙ্গে জড়িত ছিল তাদের বিষয়ে খোঁজখবর নিচ্ছি। ব্যবস্থা নেওয়া হবে।’

উত্তর ছাত্রাবাসের ছাত্রলীগ নেতা জসিম উদ্দিন পুরো বিষয়টির জন্য লজ্জিত হয়ে ক্ষমা চেয়েছেন। জড়িতদের চিহ্নিত করবেন বলে জানিয়েছেন তিনি।

এ বিষয়ে জানতে হল প্রভোস্ট নাসির উদ্দিনকে বার বার কল দিলেও তিনি ফোন ধরেননি। ঢাকা কলেজ অধ্যক্ষ আবু ইউসুফকে কল দিলে তিনিও কেটে দেন।

(ঢাকাটাইমস/২৮সেপ্টেম্বর/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আইভীকে বহনকারী পুলিশের গাড়িতে হামলা, আহত ৫
বিএনপির সঙ্গে যুক্তরাষ্ট্রের দ্য কার্টার সেন্টারের প্রতিনিধি দলের বৈঠক
আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে জনগণ সিদ্ধান্ত নেবে: মঈন খান
নির্বাচন বিলম্বিত হলে জনগণই রাস্তায় নামবে: ফারুক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা